মানুষ নৈতিক জীব৷ একটি নির্দিষ্ট বিশ্বাসের আলোকে আমাদের এই নৈতিকতা গঠিত হয়৷ আমরা যুবকরা এই বোধ বিশ্বাসের সংকটে পতিত হচ্ছি৷ আমাদের সমাজে আজ একটি প্রজন্ম আছে যারা স্রষ্টা বা আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে বেখবর৷ ধর্ম তাদের জন্য খুবই গৌন৷ জীবনে ইহকালীন ও পরকালীনতার বিষয়টি তারা কখনো বিবেচনায় আনেনা৷ কারণ তাদের কাছে ইহলোকই শুরু ইহলোকই শেষ, পরলোক অবিবেচ্য বিষয়৷ এটাই ওই যুবসমাজের দর্শন "নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক৷ দূরের বাদ্য শুনে কি লাভ মাঝখানে তর বেজায় ফাঁক৷"
People moral creature. In light of this ethics is a set of beliefs. We feel these young men are fallen into a crisis of faith. Today in our society there is a generation who are unaware of the existence of God or Allah. Religion for them is very minor. There is a life after death, we do not consider that they have on this matter. Because of the start and end of this Earth, not material things beyond. This visit to the youth "not to get cash in hand to find, the rest have zero book. Distant drums excessively serious gap between what you hear."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।