বগুড়ার আদমদীঘিতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখার ৩১ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া আট আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ এর হাকিম আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে চারজন আনসার সদস্য।
তাঁরা হলেন মিলন হোসেন, পূর্ণদেব সাহা, রুহুল আমিন ও নজরুল ইসলাম। সোনালী ব্যাংকের ওই শাখায় গত শুক্রবার রাতে তাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বাকিরা হলেন ব্যাংকের পাশের ফার্নিচার দোকানের মালিক আশরাফুল ইসলাম, শ্রমিক শফিকুল ইসলাম, মো. মৃদুল ও শাহিন হোসেন।
আদমদীঘিতে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় সুড়ঙ্গ কেটে ঢুকে ভল্ট ভেঙে দুর্বৃত্তরা ৩২ লাখ ৫১ হাজার ৯৮৪ টাকা নিয়ে যায়। গত শনিবার বিকেলে ঘটনাটি ধরা পড়ে।
পরে সুড়ঙ্গের মধ্যে এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা উদ্ধার করা হয়।
চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ব্যাংকের নিরাপত্তা প্রহরী চার আনসার সদস্যসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।