আমাদের কথা খুঁজে নিন

   

‘নিশিমন-বিসর্জনে’র অর্ধশতক

দলের ২৭তম প্রযোজনার এ নাটক বুধবার সন্ধ্যা ৭টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটক অবলম্বনে ‘নিশিমন-বিসর্জন’ নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন।

দলীয় সূত্র জানিয়েছে, ৫০তম প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

নাটকের সার্বিক তত্ত্বাবধায়ক মীর জাহিদ হাসান গ্লিটজকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিসর্জন’ নাটকের মাধ্যমে ধর্মের নামে মানুষ হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

তার সে নাটক অবলম্বনে নির্মিত ‘নিশিমন বিসর্জন’ নাটকের মাধ্যমে ধর্মের নামে মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়েছেন নাট্যকার আনন। এ নাটকে ধর্মান্ধ মানুষের বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। স্বাধীনতাপরবর্তী ধর্মান্ধ মানুষগুলোর রাষ্ট্রক্ষমতা দখলের নানা অপচেষ্টাও তুলে ধরা হয়েছে এ নাটকে।

এ নাটকের মুখ্য চরিত্র ‘নিশিমন’-এর ভূমিকায় রূপদান করেছেন পলি বিশ্বাস। ‘রঘুপতি’ চরিত্রে মীর জাহিদ হাসান এবং ‘তারাতাজ’ চরিত্রে জাহিদুল কামাল চৌধুরী দিপু এবং ‘নেতা’ চরিত্রে মো. শাহনেওয়াজ অভিনয় করছেন।

নাটকের মঞ্চ, আলো ও প্রপস পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, আবহসংগীত পরিকল্পনায় তপন কুমার সরকার, সংগীত, কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা এবং রূপসজ্জায় রয়েছেন সুভাশিষ দত্ত তন্ময়।

রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকীতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটি নির্মিত হয়।

২০১১ সালে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘নিশিমন-বিসর্জন’-এর প্রথম মঞ্চায়ন হয়। ইতোমধ্যে ভারতের বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ১০টি প্রদর্শনী হয়েছে এ নাটকের।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।