প্রথম প্রবাসীঃ
দেশে একবার চুল কাটতে সেলুনে গেলাম....
নাপিত বলল,ভাইয়্যা একটা কথা বলি?
আমি বললাম, বলেন কি কথা।
নাপিত বলল, আপনার অনেক টাকা আছে তাই না? সে আরো বলল, যাদের মাথায় চুল কম তাদের অনেক টাকা থাকে।
আমি নাপিতকে বললাম, "ভাই থাকি বিদেশে...দেশের চিন্তায়, পরিবারের চিন্তায় মাথায় চূল নাই। "
=======================
বিতীয় প্রবাসীঃ
আমিও দেশে গেলাম, ঢুকলাম সেলুনে,
নাপিত বলল ভাই চুলতো সব সাদা হয়ে যাচ্ছে, কলপ করায়া দিমু? বললাম কলপ কোন কালার হবে? বলল কালো, আমি বললাম সাদা করানো যায়না? দুই চারটা কালো আছে সাদার সংখ্যা যেহেতু বেশী তাই সাদা করানোটাই ব্যাটার হবে, দুই চারটা কালোর জন্য সাদাকে বিসর্জন দেয়া উচিত হবেনা, সে বুঝতে পারছে আমি নামকা ওয়াস্তে প্রবাসী পকেট ঠনঠন, তই আর ঘাড় চিপে দেয়নি চুল কাটা শেষে, আমি অবশ্য ভয় পাচ্ছিলাম ঘাড় ধাক্কা দেয় কিনা (ঘটনা কাল ফনিক)
=========================
আসল ঘটনা হলোঃ মধ্যপ্রাচ্যে বেশী গরম পড়ে। তাই পানিও বেশী গরম থাকে।
গরম পানিতে গোসল করতে গিয়ে বেশীর ভাগ প্রবাসীর মাথার চুল পড়ে যায়। টেনশন তো আছেই। টাক মাথা নিয়ে লজ্জায় অনেকে দেশে গিয়ে মাথায় টুপি দিয়ে হাটে। বিয়ের আগে চুল পড়ে গেলে তো বিরাট সমস্যায় পড়তে হয়। তাই অবিবাহিত প্রবাসীদের উচিত চুল পড়ার আগেই যেন শুভ কাজটা সেরে নেয়।
কেননা টাকওয়ালা পাত্রদেরকে বেশীর ভাগ মেয়েরা পছন্দ করে না।
বিরাট সমস্যায় আছিঃ আমার মাথায়ও চুল কম বলে সবাই আপসুস করে বলে এই বয়সেই চুল শেষ? কি আর বলব। কাউকে কিছুই বলতে পারি না। প্রবাসে রাস্তা দিয়ে হাটার সময় চুলের ক্রিম বিক্রেতা পাকিস্থানীদের বিভিন্ন কথা শুনতে হয়..." ভাই, আপনার মাথায় চুল নাই, এই ক্রিম ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে.....আরো অনেক কথা শুনতে হয়...
আমি রাগ করে বলি....আগে তোমার মাথায় ব্যবহার কর.।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।