আমাদের কথা খুঁজে নিন

   

এই ছোট্র পৃথিবীতে এত্ত বড় একটা প্লেন মিসিং, গেলো কই?

-----

Malaysian Airlines flight MH370 মিসিং এবং এইটা সবাই জানে, এই সমন্ধে বলার কিছু নাই। তবে এই শতকে এসেও যদি আমরা এতো গুলো জাহাজ আর কপ্টার দিয়ে খুজে না পাই, তাহলে প্রশ্ন হল প্লেনটা গেলো কই?
যে সকল দুর্ঘনটা প্লেনটির কপালে ঘটতে পারে তা হল:
১। ক্রাস যা হয়নি বলেই মনে হয়, কারণ প্লেন ক্রাস করলে অবশ্যই এর তেল, কাঠ, বা আবর্জনা ভাসতে দেখা যাবে। বিশেষ করে তেল ভাসতে দেখা যাবে কারণ বিমানে প্রচুর তেল থাকে। এছাড়াও বিমানটি সবেমাত্র উড্ডয়ন করেছিল।



২। হাইজ্যাক যার সম্ভাবনা বেশ রয়েছে তবে বিমান হাইজ্যাক হলে ইতিমধ্যেই তা আমরা জানতে পারতাম।

৩। ভিনগ্রহীদের দ্বারা অপহরণ যার সম্ভাবনা খুব একটা নেই তবে আবার একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এর আগওে বিমান, মানুষ,গাড়ি ইত্যাদি ভিনগ্রহীদরে দ্বারা অপহরণ হওয়ার খবর পাওয়া গেছে বা বলতে পারেন হয়েছে।

ইতিহাস ঘাটলে জানতে পারবেন অনেক ঘটনাই আছে। তবে এটা খুবই অল্প বিশ্বাসযোগ্য। অনেক খ্যাতনামা পাইলট বলেছেন তারা ভিনগ্রহী যান দেখেছেন, বিশেষ করে বোয়িং ও প্রাইভেট বিমান সেসনা প্লেন চালানোর সময়। যদিও সেসনা বিমান অপহরণের একটা গল্প খুবই বিখ্যাত হয়ে রয়েছে তবে বোয়িং কখন অপহরণ হওয়ার খবর পাওয়া যায় নি।

মিসিং এর কারণ যাই হোক না কেন, এই যুগে এসে বিমান খুজে না পাওয়া কিন্তু খুবই চিন্তার একটা বিষয়।

যেখানে এত এত প্রযুক্তি, মাথার উপরে শত শত স্যাটেলাইট। সেখানে বিমান মিসিং অস্বাভাবিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।