আমাদের কথা খুঁজে নিন

   

লাশ উত্তোলন হতে পারে বৃহস্পতিবার

দেবিদ্বারে স্বামীর ভাড়াটিয়া খুনিদের হাতে নিহত হওয়া গৃহবধূ শাহিনার লাশ উদ্ধারে ডিপ টিউবয়েলের পাইপ খনন কাজ পুরোদমে চলছে। বৃহস্পতিবার লাশ উত্তোলনে হতে পারে বলে সূত্র জানিয়েছে। এদিকে গৃহবধূর লাশ উদ্ধার কাজ দেখতে ঘটনাস্থল উপজেলার ছেঁচরাপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উৎসুক জনতার ভিড় প্রতিদিনই বাড়ছে। এছাড়া গতকাল খননস্থলে শাহিনার মা ও তার ৩ শিশু সন্তানের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। গৃহবধূ শাহিনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দেবিদ্বার থানার এস আই শাহ্ কামাল আকন্দ জানান, শাহিনার স্বামী মোবারক হোসেনের ভাড়াটিয়া খুনিদের মধ্যে একজন আব্দুল করিমকে আটক করার পর তার স্বীকারোক্তিতে লাশ গুমের তথ্য বেরিয়ে আসে। করিম ছেঁচরাপুকুরিয়া গ্রামের ছোলায়মান মিয়ার ছেলে। শাহিনাকে হত্যার পর পাশর্্ববর্তী একটি অব্যবহৃত গভীর নলকূপের ১৪ ইঞ্চি গোলার্ধ ৮০ ফুট দীর্ঘ পাইপের ভেতরে ফেলে দেওয়া হয়। রবিবার সকালে নলকূপ স্থাপন ও উত্তোলন প্রতিষ্ঠান 'ভাই ভাই মুক্তা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ' এর কর্তৃপক্ষ ৮০ হাজার টাকা চুক্তিতে কাজ শুরু করেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।