খুব ছোট বেলায় যখন প্রথম ট্রান্সলেশন শিখেছি, প্রথম ট্রান্সলেশনগুলোই ছিল অনেকটা এমনঃ Kamal is a Good boy. Jamal is a bad boy.
সেই থেকে কামাল নাম শুনলেই, সিক্সথ সেন্স ধরে নেয়, সে অবশ্যই ভালো ছেলে, ভালো মানুষ।
কিন্তু কালের পরিক্রমায় কামাল আর আবুল নাম গুলো বিষময় হয়ে গিয়েছে। সমস্ত বাংলাদেশ যখন বলছে, আবুল দোষী! ঘুষখোর! আবুল তখন ৩২ জোড়া দাঁত বের করে পকেট থেকে দুদোকের সার্টিফিকেট বের করে বলেনঃ কার বাপের সাদ্ধি আছে আমাকে ঘুষখোর বলে?, এই যে আমার ঘুষ না খাওয়ার সনদ!
আমরা সনদে বিশ্বাস রাখি, আমাদের রাখতে হয়।
কিন্তু কামালরা যখন নিজের এক জবানে বিশ্বাস রেখে আমাদের ভাইদের মৃত্যুর মুখে পাঠাতে উঠে পড়ে লাগে, তখন আমরা চুপ থাকতে পারি না। আমরা কামালের কথার সনদে বিশ্বাস রাখতে পারি না, রাখা যায় না।
পৃথিবীর সব চেয়ে অবিশ্বাসী জাতীর মধ্যে পাকিস্থান অন্যতম। যুগে যুগে সেই চরিত্র উন্মোচিত হয়েছে সহস্রবার। কিন্তু কামালদের চোখে যখন থ্রিডি গ্লাস পরা থাকে তখন, কামালরা অরিজিনাল চরিত্রটা ধরতে পারে না, অথবা ধরতে চায় না।
কামাল তো রাজনৈতিক ব্যক্তিত্ব! উনি কি ওনার দেয়া সব কথা রেখেছেন? নির্বাচনের আগে বা পরে, জবানের কি কোনই নড়চড় করেন নাই? খুব জানতে ইচ্ছে হয়। তবে জাকা আশরাফ কে দেয়া কথাটা যদি নাই রাখেন, তার না রাখা কথার ভার কি অনেক বেশি বেড়ে যাবে?
যেখানে পৃথিবীর কোন দেশ টিম পাঠাতে সাহস পাচ্ছে না, সেখানে আমরা কেন পাঠাবো? কেন কামাল ভাই, কেন ? কারণ, আমাদের জীবন গার্মেন্টসের চার দেয়ালে পুড়ে মরে বলে? ফ্ল্যাইওভারের নিচে নিঃশব্দে শেষ হয় বলে? চাপাতির ছোঁয়ায় ঢলে পড়ে বলে?
কিন্তু ওইগুলো তো নিছক এক্সিডেন্টাল বিচ্ছিন্ন ঘটনা মাত্র!!! এইটা কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা নয়! আমরা সবাই জেনে গিয়েছি, আপনার ঘৃণ্য চরিতার্থ হাসিলের জন্যই আপনি আপনার জবানে অটল থাকছেন।
মুসলিম হিসেবে কথা দিয়ে কথা রাখা ফরজ, তাই বলে জীবন বিপন্ন করে??? কেন কামাল ভাই ? কেন???
সময়ে সময়ে বাংলাদেশের প্রায় সব ক্রিকেটের আপনার জেদের কাছে মাথা নত করেছে। কতগুলো মিডিয়াতে এসেছে, কতগুলো আসে নাই। সাকিবের ক্ষমা চাওয়া, নিছক একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা সেইটাও জেনে গিয়েছি।
আমরা ১৫ কোটি মানুষ আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আপনার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসেন কামাল ভাই! প্লীজ!! আর না করবেন না!!!
প্রয়োজনে মুক্ত মঞ্চে একটা ক্ষমা চাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেন, দেখেন দু হাত জোড়া করে কতগুলো মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়েছি!!! তবু, এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসেন, কামাল ভাই।
যেখানে বাচ্চা পাকিস্থানি তার দেশকে নিরাপদ মনে করছে না, সেখানে আপনি কেন? কিসের ভিত্তিতে? কেন কামাল ভাই? কেন?
আমার খুব বলতে ইচ্ছে করছেঃ Kamal is a Good boy. প্লীজ অন্তত এই সুযোগটা করে দেন।
প্লীজ!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।