আমাদের কথা খুঁজে নিন

   

T20 WordCup 2014 এর Theme Song এ বাংলাদেশ অনুপস্থিত!!

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে T20 WordCup আর এর Theme Song এ বাংলাদেশ অনুপস্থিত!! এ কি সহ্য করা যায় বলুন?? সব গানে শুধু নাচা-নাচি আর লাফালাফি।

অবশ্য অতীতে বলা হত, "ক্রিকেট ভদ্র লোকের খেলা", যদিও বর্তমানে সাকিব, তামিম, মুশফিকের ঝড় খেলার ফলে যে কবে তা উন্মাদনায় পরিনত হয়েছে তা কেউ জানে বলে মনে হয় না। তার পরেও এই সব গানের মধ্যে একটু দেশ দেশ ভাব থাকবে না তা আমার পক্ষে হজম করা কেন জানি সম্ভব হচ্ছিল না।

T20 Cricket Wold Cup ২০১৪ কে সামনে রেখে অনেক গুলি গান বের হইছে কিন্তু মাত্র এই একটি গানে দেখলাম যেখানে বাংলাদেশের গ্রামকে আর বাংলাদেশের ক্রিকেট দলের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। আরে ভাই শুধু লাফাইলেই কি হয়? গানের মাঝে যদি একটু বাংলাদেশ না থাকে তাহলে কিসের কি?! আসুন তাহলে এবার দেখে নেই গানটি।

গানটি Youtube এ পাই নাই তাই এখানে সরাসরি ভিডিওটা দিতে পারলাম না। শুধু লিংক দিলাম।

গানের লিংকঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।