রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ এটা আশ্চর্য আর হৃদয় ভেঙ্গে যাওয়া কর্কশ কাব্যিক ঘটনা তোমারে দেখি না আজ বছর দুই। এর মধ্যে আমি চব্বিশটা ভরা পূর্ণিমা আর দুইটা মাতাল বসন্তের অপূর্ব সৌন্দর্য দেখেছি দেখেছি গোলাপের বন্যায় ভেসে যাওয়া প্রেমিক প্রেমিকার আনন্দিত মুখোমন্ডলের উন্মাদ মনোরম দৃশ্য। কিন্তু তোমার সৌন্দর্য ! এই অপার্থিব অনন্য অনুপম স্নিগ্ধ মুখ আমি দেখি না আজ বছর দুই। তোমার ডান গালের কালো সূর্যটা আমি আর দেখি না...। এই শীতল কৃষ্ণ সূর্যস্পর্শে আমি মুর্ছা যাই না আজ বছর দুই...। তোমার আর কোনো খবরও পাই না! এই শহরের শেষ কোন বৃক্ষ করাত কলে গেছে সে খবর আসে তবুও তোমার কোনো খবর আসেনা ! আমির আলীর টবে লাগানো গোলাপ গাছে গোলাপ ধরে না আজ বছর দুই... তবুও সে নিয়ম করে পরিচর্যা করে আর অপেক্ষা করে ...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।