বিএনপি পরিবাস ওপেন থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল। শুধু রাফা নন, সবাইকে চমকে বিদায় নিলেন মারিয়া শারাপোভাও। চারটে গ্র্যান্ড স্লামকে বাদ দিলে বিশ্বের সেরা টুর্নামেন্ট এটি।
ইউক্রেনের আলেকজান্দ্রো ডলগোপোলোভ ৬-৩, ৩-৬, ৭-৬ (৭-৫) এ হেরে বিদায় নিলেন নাদাল। শারাপোভা হারলেন ইতালির ক্যামেলিয়া গিওরগির কাছে।
ফল হল ৬-৩, ৪-৬, ৭-৫।
নাদালের ম্যাচ অবশ্য গড়াল টাইব্রেকার পর্যন্ত। ৪-২ এ এগিয়েও গিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। কিন্তু শেষ রক্ষা হলো না। ৫-২ এ বাজিমাত আলেকজান্দ্রোর।
ম্যাচ হারের পর নাদাল বলেন, আমি খুব চেয়েছিলাম এখানে ভালো খেলব। অতীতে এই টুর্নামেন্টে আমার ভালো রেকর্ড আছে। এই টুর্নামেন্টে খেলতে আমার সব সময়ই খুব ভালো লাগে।
এখন সোনি ওপেনে নজর দিতে চাইছেন নাদাল। এই আলেকজান্দ্রোকে গতমাসেই রিও এপেনে হারিয়েছিলেন তিনি।
মাস ঘুরতেই প্রতিশোধ তার।
নাদালকে হারিয়ে উচ্ছ্বসিত আলেকজান্দ্রো বলেন, সব সময়ই একটা ম্যাচ জয়ের পর যেমন আনন্দ হয় তেমনই আনন্দ হচ্ছে। তবে এটা বাড়তি পাওনা। আমি গতবারের চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বরকে হারিয়েছি।
এদিকে, হেরে হতাশ শারাপোভাও।
তিনি বলেন, ‘আমি ভালো খেলতে পারিনি। আমি ওর বিরুদ্ধে আগে কখনও খেলিনি। কিন্তু ও এরকম প্লেয়ার যে তোমাকে বেশিক্ষণ একই ছন্দে খেলতে দেবে না। ও খুব আক্রমণাত্মক।
নাদাল, শারাপোভা ছিটকে গেলেও জিতলেন অ্যান্ডি মারে।
যদিও বেশ কষ্ট করে। জিতলেন রজার ফেডেরারও।
জয়ের পর ফেডেরার বলেন, আমার মনে আমি এখন ভালো জায়গায় রয়েছি। আমি জানি আমার শক্তিশালী দিক কোনটি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।