আমাদের কথা খুঁজে নিন

   

সময় এখন হালকা পোশাকের

ঋতুতে পরিবর্তন আসবে এ বিষয়টি যেমন স্বাভাবিক, তেমনি ঋতুর সঙ্গে পোশাকেও পরিবর্তন আসবে এটাও স্বাভাবিক। ফ্যাশনে এক্সপেরিমেন্ট চালাতে গেলে প্রথমেই হাতে আসে দৈনন্দিনের পোশাক। রংটা গাঢ় বা হালকা, কাটিংয়ে একটু বৈচিত্র্য অথবা কাপড়ের মেটেরিয়ালসে ভিন্নতা। পরিবর্তন বলতে এটাই বুঝি। সময় এখন বসন্তের।

বলতে গেলে গরমের শুরু। তবুও প্রকৃতিতে এখনো শীতের হালকা আমেজ রয়ে গেছে। যার ফলে পোশাকের পরিবর্তনের তালিকায় এখনো একটু গরমিল রয়েই গেছে।

পোশাক বাছাইয়ের ক্ষেত্রে

এ সময়ে পোশাক বাছাই করার ক্ষেত্রে কাপড়ের মেটেরিয়ালস অনেক বেশি প্রাধান্য পাবে। তবে রঙের কথা একেবারে ভুলে গেলে চলবে না।

এখন দুপুরে গরম আর সন্ধ্যার পর হালকা ঠাণ্ডা পড়তে শুরু করে। তাই ক্ষেত্র বিশেষে এমন পোশাক পরবেন যা দিনের শেষ ভাগে আপনার বিরক্তের কারণ হয়ে না দাঁড়ায়।

পরিবর্তন আনুন মেটেরিয়ালসে

স্বাচ্ছন্দ্যের জায়গাটি একান্ত আপনার। আপনার পছন্দ অনুযায়ী পোশাকটি জায়গা করে নেবে আপনার শেলফে। এখন একেবারে যে সুতি কাপড়ই পরতে হবে, ব্যাপারটা আসলে এ রকম না।

আপনি চাইলে খাদি কাপড় পরতে পারেন। যা দুপুরের রোদে শরীরকে ঠাণ্ডা রাখবে আর রাতে শীত থেকে দেবে মুক্তি। হাফ সিল্ক আর সিল্ক দুটোই তার আগের জায়গা ধরে রেখেছে। যা শীত-গরম দুই ঋতুতেই গ্রহণযোগ্য। এবারের শীতে মকমল কাপড়ের বেশ চল ছিল।

কিন্তু এই সময়টাতে এ ধরনের ট্রেন্ড ধরে রাখলে চলবে না। মকমল, জর্জেট এ ধরনের কাপড় একটু এড়িয়ে চলুন। এগুলো আপনার শরীরে এখন অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে। তবে সুতি ও লিলেন পরেই আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

পোশাকের ধরন

ক্ষেত্র বিশেষে আমরা একেক জায়গায় একেক ধরনের পোশাক পরে থাকি।

সাধারণত বিশ্ববিদ্যালয় বা চাকরির ক্ষেত্রে সালোয়ার-কামিজকে বেছে নেই। তবে কামিজের কাটিংয়ে আনতে পারি ভিন্নতা। আর অহরহ সালোয়ারের পরিবর্তন তো আমাদের দৈনন্দিন ট্রেন্ড। লং কামিজের চল গত বছর যেমন ছিল এ বছরও তেমনি রয়েছে। তবে লেস বা সার্টিন কাপড়ের বর্ডার এখন আর চোখে পড়ছে না।

সুতি বা লিলেন কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন সময়োপযোগী আপনার পছন্দের লং কামিজটি। শাড়ি পরার ক্ষেত্রে সুতি অথবা সিল্ককে বেছে নিতে পারেন। হাফ সিল্কও জায়গা করে নিতে পারে আপনার স্বাচ্ছন্দ্যের পোশাকে। তবে থ্রি-কোয়াটার বা ফুল স্লিভের ব্লাউজ এড়িয়ে চলুন।

রঙের আধিক্য

হালকা রং দিয়ে আপনিই শুরু করে দিতে পারেন এ সময়ের ট্রেন্ড।

তবে নিজের সঙ্গে মানানসই এমন রং-ই বেছে নেওয়া শ্রেয়। কালো রংকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। কারণ এ সময়ে রোদের তীব্রতা অনেক বেশি থাকে। আর কালো রঙের পোশাক সূর্যের তাপ বেশি শোষণ করে। যার ফলে এই রঙের পোশাক পরলে গরমের সম্ভাবনা বেশি থাকবে।

যতটা সম্ভব হালকা রং যেমন ধরুন-গোলাপি, আকাশি, হালকা সবুজ, হলুদ, ফিরোজা এ ধরনের রং বেছে নিতে পারেন। যা আপনার ব্যস্তময় দিনটিকে পরিশ্রান্ত করার অনেকগুলো কারণের মধ্যে একটি হবে না।

গরমের শুরুটা যদি নিজের পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারেন তাহলে এই ঋতুটি বেশ ভালোভাবেই কেটে যাবে আপনার।

ইজি

ইজি ফ্যাশন ওয়্যারে ঈদ কালেকশন হিসেবে থাকছে টি-শার্ট, পলো টি-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি। এবারের ঈদে ইজি নিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের কালেকশন।

ঢাকাসহ সারা দেশে ইজির ১০টি শোরুম। এলিফ্যান্ট রোড, শাহবাগ, আজিজ সুপার মার্কেট, শান্তিনগর, সিলেট, যাত্রাবাড়ী, মিরপুর, উত্তরা।

লা-রিভ

মেয়েদের পোশাক সালোয়ার-কামিজে লা রিভ নিয়ে এসেছে ভিন্নতা। মেয়েদের জন্য সালোয়ার কামিজে ফ্রক স্টাইল, এ-লাইন এবং রেগুলার শেপের প্রাধান্য রয়েছে। লাল, কমলা, ম্যাজেন্টা, বেগুনি, রয়াল ব্লুর মতো উজ্জ্বল রঙের পাশাপাশি গরমের কথা মাথায় রেখে হালকা আকাশি, গোলাপি, লেমন, হালকা হলুদ, সবুজ এবং সাদা রঙের ব্যবহার করা হয়েছে বেশির ভাগ পোশাকে।

কামিজ ও চুড়িদারে বিভিন্ন শেড করা হয়েছে ডেলিকেট এবং ভেজিটেবল ডাই এর মাধ্যমে। এ ছাড়া ব্যবহার করা হয়েছে ট্রেডিশনাল চুন্দ্রি, টাই ডাই। সঙ্গে রয়েছে জারদৌসী হাতের কাজ, ট্রেডিশনাল রাজস্থানি এমব্রয়ডারি ইত্যাদি। প্রধানত লিলেন, সুতি, মসলিন, জর্জেট, জামদানি কটনও ব্যবহার করা হয়েছে মেয়েদের পোশাকে।

সমীকরণ

ফ্যাশন হাউস সমীকরণে থাকছে টি-শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি।

বেশকিছু নতুন ডিজাইনের বর্ষা উপযোগী পোশাক। সব ধরনের পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। যোগাযোগ : ৬৩ আজিজ সুপার মার্কেট (তৃতীয় তলা), ঢাকা।

বার্ডস আই

শত শত নতুন ডিজাইনের টি-শার্ট, ফুল ক্যাপ, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি নিয়ে এসেছে দেশীয় ডিজাইনে সেরা ফ্যাশন হাউস বার্ডস আই। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি বর্তমান আবহাওয়া উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে।

আকর্ষণীয় এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল, নীল, সবুজ, বেগুনি, সাদাসহ বিভিন্ন রঙের আরামদায়ক কাপড়।

বার্ডস আইয়ের শো-রুমে সব ধরনের পোশাক সারা দেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। যোগাযোগ : বার্ডস আই, ২৬, ৮ ও ৮৪ (২য় তলা) আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।

নোঙর

ঋতুর পালাবদলে এসেছে গরমকাল। আর এই গরমে চাই হালকা পোশাক।

সময়ের বিবেচনায় ফ্যাশন হাউস নোঙর নিয়ে এসেছে রং-বেরঙের তরুণ-তরুণীদের পছন্দের টি-শার্ট। ঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলার ২০৯ নম্বর দোকানের নোঙর ফ্যাশন হাউসে প্রতিদিনই ফ্যাশন সচেতন ক্রেতাদের ভিড় বাড়ছে।

 

টিপস

১.সুতি কাপড়ে বেশি এরারুট দেবেন না। তাহলে গরম বেশি লাগবে।

২.ফুল স্লিভের কিছু না পরাই ভালো।

৩.শাড়ির ক্ষেত্রে সার্টিন কাপড়ের পেটিকোট না পরাটাই ভালো।

৪.রোদে স্লিভলেস কিছু পরবেন না। এতে হাত কালো হয়ে যেতে পারে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।