হাই কোর্টের একটি আদালতে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের সঙ্গে আইনজীবী ও তাদের কর্মচারীদের হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার পর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চের কার্যক্রম শুরুর সময় আদালতে দাঁড়ানো নিয়ে কয়েকজন আইনজীবীর সঙ্গে সাংবাদিকদের বাক-বিতণ্ডা হয়।
আইনজীবীরা মক্কেল মনে করে সাংবাদিকদের আদালত কক্ষ থেকে সরে যেতে বললে সাংবাদিকরা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে ব্যাপক হৈ চৈ ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিনসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এ সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও হট্টগোল চলতে থাকে।
এক পর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান।
পরে পুলিশ এসে আদালত কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়ে কক্ষের দরজা বন্ধ করে দেয়।
এরপর আইনজীবীরা আদালতের বারান্দায় এক পাশে সরে দাঁড়ালেও সাংবাদিক ও আইনজীবীদের কর্মচারীদের মধ্যে হট্টগোল চলতে থাকে।
আদালত অবমাননার অভিযোগে তলব করা ছয় সাংবাদিকের বিষয়ে এ আদালতেই শুনানি হওয়ার কথা। ওই শুনানির খবর সংগ্রহ করতেই সাংবাদিকরা সকালে আদালতে উপস্থিত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।