আমাদের কথা খুঁজে নিন

   

মন ছুঁতে চেয়েছিল

তোমার জন্য হৃদয় দুয়ার উন্মুক্ত, তোমারি একজনের!


মন ছুঁতে চেয়েছিল এক ভালোবাসা
মিথ্যে প্রেমে বিভোর হয়েছিল এই মন,
না মিথ্যেতো ছিলনা
তার চোখে আমিও দেখেছিলাম ভালোবাসা
তার চোখেই দেখেছি পাওয়ার ব্যাকুলতা
তবে কেন ভালোবাসা দিল বিসর্জন?
কে দিবে জবাব?
কেউ নেই আমার
কেউ নেই।
আমি তবুও নির্লজ্জ বেহায়ার মত
বার বার ফিরে পেতে চাই তাকে
মিথ্যে করে বাসিনিতো ভালো?
তাই বার বার ফিরে পেতে চাই।
ভুলে যাই আমি
আমার নাকি যোগ্যতা নেই বন্ধু হওয়ার
জীবন সঙ্গী হওয়ার,
কই কখনোতো চোখে চোখ রেখে বলেনি
বন্ধু হওয়ার যোগ্যতা নেই
সঙ্গী হওয়ার যোগ্যতা নেই ।
তাহলে কি ভেবে নিব
সবটাই অভিনয় ছিল
তার??


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।