আমাদের কথা খুঁজে নিন

   

.........ছোট বেলার সেই শীতের সকাল আর দেখিনা........

" ♥♥♥ ছোট বেলার সেই শীতের সকাল আর দেখিনা ♥♥♥ " ... হালিমুজ্জামান (বাবু) শুভ সকাল! মাত্রাতিরক্তি এই শীতে আমার ছোট বেলায় 'মা'র হাতে সেই গরম ভাপের ভাপা পিঠা খাপওয়ার কথা মনে হয়ে গেল। মেজ ভাইয়া বাসার থাকা ঢেকিতে চাল গুড়া করত, বড় আপা চালুন দিয়ে গুড়া চালতো আর, আমরা গুড় কাটতে সাহায্য করতাম.........তৈরী হতো বাসার তৈরী গরম গরম ভাপা পিঠা, আমার প্রিয় পিঠা। কিন্তু এখনকার শীত যেন আর আগের মত্ প্রাকৃতিক নেই। সাম্রাজ্যবাদের যুদ্ধ খেলায় যে পরিমান রাসায়নিক বিস্ফোরন বায়ুমন্ডল এর স্তরকে নষ্ট করেছে, নিয়ম অনুযায়ী সেই ষড় ঋতুর ধারাবাহিকতা আর দেখা যায় না। তাই আসুন সবাই একসাথে এ ধংস খেলার বিরু্দ্ধে প্রতিবাদ জানাই, প্রতিরোধ গড়ে তুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।