হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি
এই মুহূর্তে আমি মামার দোকানে বসে পিপড়া খাচ্ছি । অলরেডি তিনটা পিঁপড়া খেয়েও ফেলসি । স্বাদ টা বুঝা যাচ্ছে না। কারণ আমি পিঁপড়া চাবাচ্ছি না। গিলে খাচ্ছি।
তাও আবার চায়ের সাথে। প্রথমে চায়ের কাপের পিঁপড়া গুলা গুনার চেষ্টা করসিলাম । টোটাল ৬ টা। ৪ টা কালো আর দুইটা লাল। আমি চেষ্টা করছিলাম যাতে দুইটা কালো আর একটা লাল পিঁপড়া একসাথে খাইতে পারি।
হইল না। কপাল মন্দ! তিনটাই কালো পড়সে!! আফসোস! একবার প্রথমে ভাবসিলাম জিজ্ঞেস করি মামাকে পিঁপড়ায় চা কেন?? তারপর ভাবলাম নাহ। এমনেই আমাকে ছয়টা পিঁপড়া কিনতে ৫ টাকা দেয়া লাগসে । শেষে আবার চায়ের জন্য কয় টাকা রেখে দেয় কে জানে!্চুপচাপ পিপড়াটুকু শেষ করে কেটে পড়ি।
(গল্পটা কাল্পনিক তবে আংশিক সত্য ।
আমি একবার কোকের বোতলে কোক খাইতে গিয়ে সাথে ৩০-৪০ টা পিঁপড়া একসাথে খেয়ে ফেলসিলাম। পরে আমার ঠোট টা বেলুনের মত ফুইলা গেসিলো! )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।