বক্ক দিয়ে পথ রেখেছি
আসতে পারো হেটে
ফুল কুঁড়িয়ে জমিয়েছি
সাধে দেব চরণে লুটে
তোমার আগমন যদি ঘটে
যদি আসো আমার বাটে
চরণ যুগল মাথে লয়ে
চুমিয়ে নেব ঠোঁটে ।
সর্ব সাধন তোমার তরে
ভাব ফুটিয়ে ছন্দ ভরে
তোমারই গান গাইযে সুরে
দোলে হূদয় মাঠে
তোমায় পাইতে নিবিড় রাতে
জেগে থাকি আসন পেতে
আসবায় কবে মন হরষে
প্রেমের আলোয় ফুটে ।
নয়নজলে বন্যা বহে খলখলিয়ে
সাধন আমার কাঁদন হয়ে
মন সাগরে ঝড়ের হাওয়ায় বয়ে
আকুল প্রাণে তোমার পানে ছুটে
তোমার পরশ ছোঁয়া নেব বলে
অহর্নীশি তোমায় খুঁজি ভাবে মলে
ঝাঁপিয়ে পড়ি তোমায় পেলে
আসবায় কবে দোলে হিয়া পটে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।