দু্ই লেগ মিলিয়ে ৬-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে অনায়াসেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে গেছে পিএসজি।
প্রথম লেগের ৪-০ গোলে পাওয়ায় অনেকটাই নির্ভার ছিল পিএসজি। বুধবার রাতে নিজেদের মাঠে তাই মূল অনেক খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিলেন কোচ। দলের সবচেয়ে বড় তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচও তেমন দ্যুতি ছড়াতে পারেননি। এরপরও জার্মানির ক্লাব লেভারকুজেনকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি পিএসজিকে।
ম্যাচের শুরুটা অবশ্য ভালোই করেছিল লেভারকুজেন। জার্মান মিডফিল্ডার সিডনি সামের ষষ্ঠ মিনিটের গোলে এগিয়েও যায় তারা।
মিনিট সাতেক পরেই পিএসজিকে সমতায় ফেরান দলের ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনিয়োস। একটু পর ইব্রাহিমোভিচের জোড়ালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।
এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লেভারকুজেনও।
তবে ২৮ মিনিটে সিমন রলফ্সের পেনাল্টি কিক ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক সালভাতোরে সিরিগু।
৫৩ মিনিটে পিএসজির জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।