আমাদের কথা খুঁজে নিন

   

জজ আদালতেও দেলোয়ারের জামিন নাকচ

নিম্ন আদালতের পর জজ আদালতও নাকচ করে দিয়েছেন তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিনের আবেদন।

আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ শুনানি শেষে আসামিরপক্ষের আবেদন নাকচ করে দেন। পাশাপাশি দেলোয়ারের স্ত্রী তাজরীনের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আদেশের জন্য ২০ মার্চ দিন রাখা হয়েছে।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন প্রধান পাবলিক প্রসিকিউটর খন্দকার আবদুল মান্নান এবং আসামিপক্ষে ছিলেন কাজী নজিবুল্লাহ হিরু, এটিএম গোলাম দাউদ ও আবু বকর ফরহাদ।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।

গত বছরের ২২ ডিসেম্বর দেলোয়ার ও মাহমুদাসহ ১৩ জনকে আসামি করে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। এ বছরের ৯ ফেব্রুয়ারি দেলোয়ার ও মাহমুদা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

তবে আবেদন খারিজ করে দিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে হাজিরা দেয়ার শর্তে পরদিন মাহমুদা আক্তারকে এক মাসের অন্তবর্তীকালীন জামিন দেন মুখ্য বিচারিক হাকিম মো. ইসমাইল হোসেন। ওই দিনও দেলোয়ারের জামিন আবেদন নাকচ হয়েছিল।

পরে মাহমুদার জামিন বাতিল চেয়ে দায়রা জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।