আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বালিকা

আমি মেঘ বালিকা নয় যে মেঘের দেশে ভেসে যাব
আমি পথের পাশের জঙ্গলী ফুল নয় যে শুধুই অবহেলায় ঘ্রাণ ছড়াবো,
আমি শেষ আকাশের শুকতারা নয় যে সবার মনে আশা জাগাবো ।
আমি নয় দিনের শেষের এক চিলতে রোদ
যে সবার হাসি হয়ে চলে যাব ।

আমি ধূসর দর্পনের প্রতিবিম্ব, যে শুধুই ফিকে হবে
আমি পাখির ঝরা পালক যে শুধু-ই কষ্ট পেয়ে ঝরে যাবে।

আমি হতো চেয়ে ছিলাম রাতের আকাশের উজ্জল স্পর্শিত তারাপুঞ্জ
হতো চেয়ে ছিলাম বিশদ তটিনীর উড়ন্ত গাঙচিল
আমি আর ও হতো চেয়ে ছিলাম তোমার পৃথিবীর একমাএ নক্ষএ ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।