আলোচনাসভা, ১৪ জন বীরাঙ্গনা মাতাকে সম্মাননা প্রদান, নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো নারী দিবসের ছয় দিনব্যাপী আয়োজন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। এই আয়োজনে সম্মাননা প্রাপ্ত ১৪ জন বীরাঙ্গনা মাতা হলেন ফুলপুরের ময়মনা খাতুন, হালিমা খাতুন ও সাহেরা খাতুন, ধোবাউড়ার রেজিয়া খাতুন, হালুয়াঘাটের রমেছা খাতুন, জাহেরা খাতুন, ফাতেমা খাতুন, পয়রবি নেছা, আয়শা খাতুন ও নুরজাহান, ফুলবাড়িয়ার নির্মলা ঋষি, মুক্তাগাছার গীতা রানী ঋষি ও বাসন্তী ঋষি এবং ময়মনসিংহ সদরের মোসাম্মৎ রাজিয়া খাতুন কমলা। সবশেষে লোকনাট্য দলের পরিবেশনায় লিয়াকত আলী লাকীর নির্দেশনায় মঞ্চস্থ হয় লীলাবতি আখ্যান। প্রসঙ্গত, নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ শিল্পকলা একাডেমিতে শুরু হয় ছয় দিনব্যাপী এই আয়োজন। অন্যদিকে একাডেমির চিত্রশালায় চলছে শিল্পকলা একাডেমি কর্তৃক সংগৃহীত পক্ষকালব্যাপী শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী। সমকালীন খ্যাতিমান প্রবীণ ও নবীন ১৫৯ জন শিল্পীর ৮১২টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।