আমাদের কথা খুঁজে নিন

   

কাব্য:তুমি বলে ডাকা



তোমাকে,
তুমি বলে ডাকতে
এত ভাল লাগে কেন?

তুমি বলার মাঝে
কি যে সান্ত্বনা,
তুমি বুঝবে কি করে|

তোমাকে তুমি বলে ডাকতেই তুমি সাড়া দিয়ে ওঠো|

কতবার বলেছো তুমি, আমাকে তুই বলে ডাকবি|
কিন্তু,আমি যে তোমাকে
তুই বলে ডাকতে পারি না| তুই বলে ডাকতে
আমার অস্বস্তি লাগে,
কিন্তু,তুমি বুঝতে চাওনা|

তুমি আমায় কখনো
তুমি বলে ডাকনি|
কতবার তোমার কাছে
তুমি ডাক শুনতে চেয়েছি| কিন্তু,তোমার ওই একই কথা,
তুই তুই তুই . . .

তুই ডাক শুনতে
আমার খারাপ লাগে না|
শুধু মনে হতো
আমি,
তুমি ডাকার মধ্যে,
যতটা ভালবাসা খুজে পাই| হয়তো তুমি,
ততটাই আনন্দ খুজে পাও,
তুই ডাকার মধ্যে|

আমি তোমাকে কিভাবে বোঝাবো,
আমি যে তোমায়,
তুই বলে ডাকতে পারি না|

মন শুধু বলতে চায়,
তুমি তুমি তুমি . . . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।