গত বছরের এপ্রিলে প্রথম হুয়েনেসের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ ওঠে। আর কয়েকদিন আগে দোষও স্বীকার করেন হুয়েনেস।
শুরুতে ৬২ বছর বয়সী হুয়েনেসের বিপক্ষে ৩৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ ওঠে। কিন্তু মামলার চলাকালীন আরো এক কোটি ৫০ লাখ ইউরো কর ফাঁকির কথা স্বীকার করেন তিনি। পরে জানা যায় মোট দুই কোটি ৭২ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন হুয়েনেস।
আর ঐ অর্থ সুইস ব্যাঙ্কে নিজের একাউন্টে রাখার কথাও স্বীকার করেন জার্মানির বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।
মিউনিখের আদালতে হুয়েনেসের কর ফাঁকির সাতটি অভিযোগ প্রমাণিত হয়।
তবে দু'পক্ষেরই এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে। আগামী এক সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন তারা।
গত বছর কর ফাঁকির অভিযোগ ওঠার পর বায়ার্ন মিউনেখর সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন হুয়েনেস।
কিন্তু ক্লাবের পরিচালনা পর্ষদ ও সমর্থকরা তার পাশে এসে দাঁড়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।