আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন ঘটল টি-২০ ক্রিকেট বিশ্ব কাপ আয়োজনের।যার আয়োজক দেশ আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ। কিন্তু অনুষ্ঠান টি টিভি পর্দায় দেখে একটিবারও মনে হয়নি তা।অতীতে আরো অনেক দেশ এরকম আয়োজন করেছিল যাতে সেসব দেশের ইতিহাস ঔতিহ্য তুলেধরতে দেখেছি আমরা।আজ দেখলাম আমার দেশের আউল বাউল লালনের হাজারো স্বংস্কৃতিকে বিশ্ব বাসির সামনে তুলে না ধরে অন্য দেশের ভরাটে এনে অপমান করা হলো দেশকে।যার মধ্য দিয়ে বিশ্ব বাসির সামনে আমাদের পরিচয় তলে ধরার সুবর্ণ সুযোগ নষ্ট করা হলো। কেন এমন করা হল? আয়োজকদের নিকট জানতে চাই। আর ভারাটেরা যা করল? তা সেচতন দেশবাসিই ভাল বলতে পারবেন। আমি শুধু এই টুকু বলেত পারি আমার দেশের শিল্পীরা এর তুলনায় হাজর গুণ ভাল করেন এবং করতেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।