রূপের ডানা মেলে তুমি
হেটে যাও যখন রাজ কুমারীর মতোন বসন্ত বাতাসে ভেসে
উড়ে চুল উড়ে দক্ষিণা বাতাসে
চৈতালী আকাশের চটুল শুভ্র মেঘ লুকোয় লাজের দিগন্তে
দায় ভার দিলাম আষাঢ়ের ঘাড়ে,
জলধি মেঘের গভীরে;
ছেয়ে যায় আকাশ আঁধারে
মেঘ কালো মেঘে
ষোড়শী খোপা
মেঘের গম্ভুজে
ঝড়ো উড়ো মেঘে চুলের কাব্যে বিজলী চমকায়
আকাশ মাতোয়ারা আজ রেশমী কেশের কৃষ্ণ জলসায়;
তোমার চুল
মেঘের ঝুল
শীতল বারিধারা হয়ে ঝরে উত্তর পাহাড়ে
আমার হৃদয়ে
জলে জোয়ারে বয়ে যায় নদী
পাহাড়ী ফুলে ভাসে
এনে বসিয়ে দিলাম তোমার মাথার সিঁথির 'পরে
ঠিক আমার হৃদয়ের সমান্তরালে।
==============================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।