ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ
কত শত কষ্ট জমে থাকে বুকে
না পাওয়া বেদনার ক্ষত হৃদয়ে
স্বপ্ন যখন ভেসে যায় কস্তুরি সম
বাঁধ ভাঙা আঁখি অশ্রু জলে।
সবটুকু কি তার হয় পূরণ
যে স্বপ্ন আঁকি চোখের কোণে?
ভাঙা গড়ার মিলন মেলা
কত রঙ্গ আর দুঃখ কষ্ট
মেনে নিতে হয়।
স্মৃতির ভস্ম হৃদয় পিঞ্জরে
বন্ধি কর আজীবন
যা কিছু আছে ভাল কিংবা মন্দ
মেনে নাও,
এইতো জীবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।