আমাদের কথা খুঁজে নিন

   

২০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে

গতকাল দুপুরে যশোরের গাজীর দরগাহ কুয়েত ইসলামিক এতিমখানায় ধুমধামের সঙ্গে বিয়ে হয়ে গেল ২০ জোড়া বর-কনের। যৌতুকবিহীন এ গণবিয়ের অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশি-বিদেশি অতিথিরাও। বিয়ের উপহার হিসেবে নতুন দম্পতিরা পেয়েছেন ভ্যান, সেলাই মেশিন ও নতুন সংসার পরিচালনার যাবতীয় উপকরণ। এ গণবিয়ের আয়োজক কুয়েত জয়েন্ট রিলিভ কমিটির যশোর অফিসের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা নাসিরুল্লাহ বলেন, 'আমাদের দেশে যৌতুক একটি ব্যাধি হিসেবে বিস্তার লাভ করেছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধিতার কারণেও অনেকের বিয়ে হচ্ছে না।

এসব বিষয় মাথায় রেখেই এ গণবিয়ের উদ্যোগ নেওয়া হয়। এবারে তৃতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। নাসিরুল্লাহ বলেন, নবদম্পতিরা যারা সুখে সংসার করতে পারে সেজন্য সংস্থার পক্ষ থেকে তাদের একটি রিকশাভ্যান, একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। এছাড়া বিয়ের শাড়ি, বোরকা, ওড়না, বাড়িতে ব্যবহারের শাড়ি, পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, তোয়ালে, গামছা, রুমাল, চামড়ার জুতা, তোষক, বিছানার চাদর, লেপ বালিশসহ ৫০ হাজার টাকার মালামাল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশের মহাপরিচালক ড. গাজী জহিরুল ইসলাম, শমিয়া অ্যান্ড শেয়ায়েখ জাকাত কমিটি কুয়েতের ডিরেক্টর জেনারেল সালেম আল হামার, প্রজেক্ট ইনচার্জ নওয়াফ তব্বা, ফাহহিহিল জাকাত কমিটি কুয়েতের ডিরেক্টর জেনারেল ইহাব আল দাব্বুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বিয়ের পিঁড়িতে বসা নবদম্পতিরা হলেন আবুল কালাম-সাহিমা খাতুন, খোকন ইসলা-সোনিয়া আক্তার, রাজু মোল্লা-সাবানা, সুলতান আলী-আয়শা খাতুন, আজিম উদ্দিন-তানিয়া সুলতানা, আজিজুর রহমান শাকিল-মৌসুমী আক্তার, মিঠু সরদার-রাবেয়া খাতুন, মমিনুর রহমান-শাহিদা খাতুন, মাহবুবুর রহমান-তহমিনা খাতুন, অহিদুল ইসলাম-কবিতা খাতুন, আরিফুল ইসলাম-আছমা খাতুন, জিয়ারুল হাসান-আনোয়ারা বেগম, রানা সরদার-মিনা খাতুন, ইয়ার আলী-মাসুমা বেগম, সুমন-শাপলা খাতুন, আবদুল মান্নান-মমতাজ বেগম, নূরে আলম-আছমা খাতুন, নাজমুল ইসলাম-মকবুলা আহমেদ ও আবদুল খালেক-তাসলিমা খাতুন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।