আমাদের কথা খুঁজে নিন

   

বুক ফেটে আসা কিছু কথা

স্বপ্ন শুধুই স্বপ্ন, তা কখনো হয় না বাস্তব.। তারপরও আমি ডুবে থাকি স্বপ্নে আপাদমস্তক।


''আপনারা যারা বাংলা গান শুনেছেন,তাদের অনেক ধন্যবাদ । আপনাদের হাত না চলুক,চোখ আর কান তো খোলা আছে?এতেই চলবে,হাত তালি এখন খরচ করে লাভ নাই । এটা পরের জন্য রেখে দিন,চোখ কান খোলা আছে,এতেই যথেস্ট ।

আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনেছেন তার জন্য অনেক ধন্যবাদ । আর একটি গান গাইবো কেবল । " -আইয়ুব বাচ্চু

"বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরাইও না জননী। "

হুম,বড় আশা করে টেলিভিশনের সামনে বসেছিলাম নিজ দেশে টি২০ উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় কিছু আশা করেছিলাম । কিন্তু পেলাম এই! নিজ দেশের শিল্পীদের হেয় করার কারণ কি? তারা কি গান গাইতে পারে না? মানলাম এ আর রহমান, একন অনেক অনেক গুণী শিল্পী, কিন্তু আমাদের শিল্পী কি একটু হলেও গুণী নয়?

কাকে কি বলবো? কেন বলবো? যে দেশের অধিকাংশ মানুষ জানে, '৫২তে মারামারি আর '৭১ এ গন্ডগোল হয়েছিল,যাদের কাছে পয়লা বৈশাখের চেয়ে থার্টি ফাস্ট নাইট বেশি ভালো লাগে তাদের বলে কি লাভ?

পাহড়ের সাথে কথা বললেও তো সে উত্তর দিতে না পাক,কিন্তু প্রতিধ্বনি তো করবে ।

কিন্তু আমরা এমনি হয়ে গিয়েছি,কি আর বলবো? তারপরও বলি,কারণ মনের কথা নিজের মানুষকে বলবো নাতো কি পরকে বলবো?

টেলিভিশনে ভারতীয় সিরিয়াল আর হলিউডের চলচ্চিত্র দেখি আর মুখে বলি এদেশের চলচ্চিত্রের কোন মান নাই ! ওসব নাকি বস্তিবাসীদের জন্য বস্তাপঁচা চলচ্চিত্র!ওসব দিনমজুর শ্রেণীর মানুষদের জন্যই কিন্তু এদেশে আজো চলচ্চিত্র টিকে আছে।

আর ওসব উচ্চভিলাষী বাঙালীদের জন্য ভারত তার চলচ্চিত্রে দেখায়,'৭১ এ নাকি ভারত-পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ নামক দেশের জন্ম হয়েছে । পাকিস্তানের কথা তো নাইবা বললাম ।

চলচ্চিত্রের মতো এদেশীয় গান গুলোকেও টিকে রেখে ওইসব বস্তির মানুষ । তাদের মোবাইলে কখনো ইংরেজি তো দূরে থাক হিন্দি গান খুঁজে পাওয়া মুশকিল,যার বিপরীত চিত্র আমাদের মতো তথাকথিত বাঙালীর নামীদামি স্মার্টফোনে ।



প্রতিদিন নিজেদেরকে তো অনেক হেয় করছি,আর কতো?

আমাদের জার্সিতে নাকি সাহারা নাম বড় করে আর বাংলাদেশের নাম ছোট করে লিখেছে । দেখবেন,কোন একদিন ফিচারে হয়তো লিখা থাকবে,সাহারা বনাম ভারতের খেলা ।

অনেক বিরক্ত করলাম,অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম,শেষকালে ⌠ অনুপ্রেরণা ۞ Inspiration ⌡ পেজে দেওয়া একটা পোস্টের কিছু অংশ বলি ।

"একটি জাতিকে ধ্বংস করে দিতে চাইলে সবার আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিন। আপনার মতো করে তাকে গড়ে তুলুন।

দেখবেন, একদিন সে আপনাকে অনুকরন করবে। এরপর অনুসরন। এরপর একদিন অনুকম্পা প্রার্থনা করবে আপনার সংস্কৃতির পুরোটা তার সাথে শেয়ার করার জন্যে। এভাবেই একটি জাতিকে আপনি নিজের অধীনে নিয়ে আসতে পারবেন খুব সহজে। নিজস্ব সংস্কৃতিই একটি জাতির প্রতিনিধিত্ব করে।

আর সেই সংস্কৃতির প্রতিনিধি শিল্পীরা। "

আর একটা কথা,দুনিয়াকে বদলানোর দরকার নেই, নিজেকে সৎ গুনে বদলাও, দুনিয়া বদলে যাবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।