ফেনীর দাগনভূঞায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে। আরেকটি কেন্দ্রের বাইরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত সাতজন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায়ে শনিবার ৮১টি উপজেলায় ভোটগ্রহণ চলছে, এর মধ্যে ফেনীর দাগনভূঞা ও লক্ষ্মীপুরের কমলনগর রয়েছে।
দাগনভূঞার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালের দিকে দুর্বৃত্তরা অলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি ব্যালটবাক্স ছিনতাই ও দুটি ভাংচুর করে।
একারণে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।
দাগনভূঞা থানার ওসি মো. নিজামুদ্দিন জানান, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা সাংবাদিকদের দুটি মাইক্রোবাস ভাংচুর করলে আট রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাই মিলন অভিযোগ করেছেন, ‘উত্তর আলীপুর কেন্দ্রে’ ঢোকার সময় তার এজেন্ট তারেক ও আবদুল্লাহ আল মামুনকে দুর্বৃত্তরা গুলি করেছে।
তিনি জানান, গুরুতর অবস্থায় এই দুই এজেন্টকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে গুলিবিদ্ধ ছয়জন চিকিৎসাধীন।
এরা হলেন- শাহাদত হোসেন রিটু, মিঠুন নন্দি, রাসেল, দিদারুল ইসলাম, সাইফুল ইসলাম ও মো. তারেক। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে মামুন নেই।
ওসি নিজামুদ্দিন বলেন, “গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা শুনেছি, তবে তা কেন্দ্রের বাইরে হওয়ায় এ বিষয়ে নিশ্চিত করে আমরা কিছু বলতে পারছি না। ”
এই উপজেলার ৬২টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রেই হাতবোমা বিস্ফোরণ ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন এবং আওয়ামী লীগ সমর্থক বিদ্রোহী প্রার্থী মিলন।
লক্ষ্মীপুরের কমলনগরের হাজীগঞ্জ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গোলযোগের পর ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয় বলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম নুরুল আমিন রাজুর সমর্থকরা হামলা চালিয়ে ব্যালট ছিনতাই করে। এ সময় পুলিশ শটগানের গুলি ছোড়ে।
হামলায় চার পুলিশ কনস্টেবল আহত হয়েছেন জানিয়ে নির্বাচন কর্মকর্তা বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চাঁদপুরের কচুয়ায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয় ও ফেনীর দাগনভুঞার অলাতলী প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
ইসির সহকারী সচিব আশফাকুর রহমান দুপুরে সাংবাদিকদের বলেন, বেলা ১২টা পর্যন্ত এ তিন কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে বলে মাঠপর্যায় থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে।
এর আগে সকালে ময়মনিংহ ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল হাছানকে দায়িত্বে অবহেলার কারণে পুলিশি হেফাজতে দেয়া হয়।
ইসি কর্মকর্তারা জানান, শুক্রবার নির্বাচনী মালামাল নিয়ে কেন্দ্রে অবস্থান না করে অন্য কোথাও অবস্থান করে। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য এককজনকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।