আমাদের কথা খুঁজে নিন

   

সরে দাঁড়াচ্ছেন বায়ার্ন সভাপতি

দুই কোটি ৭২ লাখ ইউরো কর ফাঁকির দায়ে বৃহস্পতিবার জার্মানির মিউনিখের একটি আদালত হুয়েনেসকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। রায়ের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে আপিল করার সুযোগ আছে তার ও জার্মানির কর বিভাগের।

কিন্তু পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ বিশ্বকাপ জয়ী ৬২ বছর বয়সী হুয়েনেস আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বায়ার্নের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে অনুতপ্ত হুয়েনেস বলেন, “কর ফাঁকির অভিযোগে মিউনিখের আদালত আমাকে যে শাস্তি দিয়েছে পরিবারের সঙ্গে আলোচনা করে আমি তা মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত দায়বদ্ধতা ও নৈতিকতার স্বার্থে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

এই কর ফাঁকি দেয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ”

গত বছরের এপ্রিলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও মাত্র কয়েক দিন আগে দোষ স্বীকার করেন হুয়েনেস।

প্রথমে তার বিরুদ্ধে ৩৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছিল। কিন্তু মামলা চলার সময়ই আরো দেড় কোটি ইউরো কর ফাঁকির কথা স্বীকার করেন তিনি। পরে অঙ্কটা বেড়ে দাঁড়ায় দুই কোটি ৭২ লাখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।