আমাদের কথা খুঁজে নিন

   

ফুল ছিটাবো তোমার রাঙা পায়

একটি দিন তো চাইছি শুধু
একটু সময় দাও ,
শর্ত যদি থাকে তোমার
বলতে পারো তাও ।

চাইবো না ঐ নয়ন পানে
রইবো বসে পাশে ,
হৃদয় দিয়ে শুনে নেবো
কেউ যদি গো হাসে।

না তাকানোর শর্তে তুমি
একটি দিন এসো ,
আলজেসিয়ান নিয়ে যাবো
তাকেই ভালবেসো ।

একটি ভুল তো হতেই পারে
একটু খানি ভাবো ,
বলতে পারো তোমায় ছেড়ে
কোথায় আমি যাবো ?

একটি বার ফিরে এসো
আমার আঙ্গিনায় ,
ফুল ছিটাবো তোমার গায়ে
তোমার রাঙা পায় ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।