আমাদের কথা খুঁজে নিন

   

এক টুকরো বর্ষপূর্তি

কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা ব্লগে ১ বছর ১৩ ঘন্টা হয়ে গেল আর কেউ দেখলোই না! :’( আমিও অবশ্য দেখিনাই। একটা খুব খুশির খবর পেয়ে মনের আনন্দে ব্লগে ঘুরতে এসে দেখি এই ঘটনা। তাই ভাবলাম অনেকদিন পর ব্লগে একটা পোস্ট দেয়ার এর চেয়ে ভালো সময় আর হতেই পারেনা। এক বছর আগ থেকেই শুরু করি। যখন প্রথম ব্লগ লিখি তখন আমার পড়াশোনা, প্রেম-ভালোবাসার খুবই ব্যাড়াছ্যাড়া অবস্থা।

অনেক ঝামেলা শেষে এই ব্লগে এসে তরী ভিড়লো। সৈয়দ মুজতবা আলী একটা বই এ লিখেছিলেন কোন চাষা নাকি তার ছেলে মারা যাওয়ার শোক আর কাউকে না পেয়ে তার ঘোড়ার কাছে বলেছিলো। আমিও ব্লগের কাছে সুখ-দুঃখের আলাপ সালাপ করতে আসলাম। আমার ছোট ছোট প্রায় অখাদ্য গল্প কবিতা লেখা দিয়েই অনেক অনেক আলাপ করেছি। আমাকে অবশ্য ব্লগে বেশিরভাগ মানুষই চিনেনা।

এইটা আরো মজা। সবাইকে কীরকম গোপনে লক্ষ্য করছি মার্কা ভাব এসেছে। লক্ষ্য করতে গিয়ে অনেক কিছুই দেখলাম। কত সিনেমা যে এই এক বছরে ব্লগে হল! নানারকম সিনেমা রিভিউ ও হয়েছে অবশ্য, যা পড়ে যারপরপনাই আনন্দ পেয়েছি। ব্লগে সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস মিলেও দারুণ একটা সময় কেটেছে।

এক বছরে আমার পড়াশোনাও আস্তে আস্তে ভালো হল। আজকেই খবর পেলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) তে ভর্তির জন্য মনোনীত হয়েছি। কী যে খুশি লাগছে! আমার চেষ্টা নিয়ে অনেকের সমালোচনা শুনে শুনে যখন আমার মনেই হচ্ছিল যে আমাকে দিয়ে হবেনা আর আমি সেই বিখ্যাত কবিতা আউড়েছি ‘আমি লাস্ট বেঞ্চি, আমি পারবো না’। শেষ পর্যন্ত আজকে পারলাম, এত ক্যাচালের ব্লগে কোন ক্যাচাল ছাড়াই এক বছর পারও করে ফেললাম আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম গোলগাল একটা ঠান্ডা চাঁদ। নিজেকে কেমন সুখী সুখী লাগছে।

জগতের সকল প্রাণী সুখী হোক। বি। দ্র। – খাবার দাবারের গল্প অনেকদিন লিখিনা। অচিরেই (পড়ুন সামনের বছর) আসিতেছে।

খাদ্যরসিকেরা তৈরী থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।