আমাদের কথা খুঁজে নিন

   

বন উজাড় করে চলছে কাঠ মজুদ, চুল্লীতে তামাকপাতা পোড়ানোর অপেক্ষা


আসছে তামাক পাতা পোড়ানোর মৌসুম। তামাক কোম্পানিগুলো বন উজাড় করে জ্বালানী কাঠ মজুদ করছে তামাক চুল্লির পাশে। কয়েকদিন পরেই তামাকক্ষেত থেকে পাতা তোলা শুরু হবে। মজুদকৃত জ্বালানী কাঠ ব্যবহার করে তামাক পাতা পোড়ানো হবে পাশের চুল্লীতে, সেই প্রস্তুতিই নেওয়া হচ্ছে।

একইসাথে সামাজিক দায়বদ্ধতার নামে চলছে বৃক্ষরোপণের প্রহসন। হাস্যকরভাবে এ প্রহসনের স্বীকৃতিস্বরূপ বছর পর বছর পরিবেশ পদকও আদায় করছে তামাক কোম্পানিগুলো। (ছবি: ইনসেটে)

এভাবেই তামাক কোম্পানিগুলো ধ্বংস করছে আমাদের বন, কৃষি, মাটির উর্বরতা, পরিবেশ-প্রতিবেশ, অর্থনীতি এবং সর্বোপরি আমাদের জনস্বাস্থ্য। আসুন তামাকচাষে তামাক কোম্পানির আগ্রাসী ভুমিকা রুখতে তৎপর হই।

আমাদের সাথে যোগ দিন: https://www.facebook.com/tobaccoindustrywatch.bd

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।