ক্যাম্পেইন শুরু হওয়ার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে পনোমিউজিকের তহবিল। সংগীতপ্রেমীদের বদৌলতে প্রথম দিনেই পনোমিউজিকের তহবিলে জমা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পনোপ্লেয়ারের এই বিপুল পরিমাণ তহবিলের যোগান দিয়েছেন ৬ হাজার ২ শ’ দাতা। মিউজিক প্লেয়ারটির কিস্টর্টার ক্যাম্পেইনের এই রাতারাতি সাফল্যের একটি বড় কারণ হল নিল ইয়ংয়ের মিউজিক প্লেয়ার আর মিউজিক সার্ভিস নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংগীত প্রেমীদের অনেকেই।
ইয়ং মিউজিক প্লেয়ারটি নিয়ে কাজ করছেন অনেকদিন ধরেই।
‘ফ্রি লসলেস অডিও কোডেক (ফ্ল্যাক) এবং অন্যান্য হাই-রেজুলিউশন ফরম্যাটের অডিও ট্যাক ব্যবহার করা যাবে পনোপ্লেয়ারে। হাই-রেজুলিউশন মিউজিক ট্র্যাকগুলোর জন্য ‘পনোমিউজিক’ নামে নতুন সাইটও চালু করছেন ইয়ং।
ইয়ং অডিও বাজারের নতুন বিপ্লব ঘটানোর কথা বলে আসছিলেন বেশ কয়েকবছর ধরেই। ২০১২ সালে ডেভিড লেটারম্যানের ‘দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যান’-এ পনো মিউজিক প্লেয়ারের প্রোটোটাইপ দেখিয়েছিলেন তিনি। মিউজিক প্লেয়ারটি ২০১৪ সালেই বাজারে আসবে, ইয়ং এই ঘোষণা দিয়েছিলেন গত শরতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।