ওই ঘটনায় ম্যালওয়্যার সংক্রমণের শিকার হয়েছে ৮৫ হাজার থেকে ১ লাখ কম্পিউটার। সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডের ফাঁস করা নথিপত্র থেকে বেড়িয়ে এসেছে এই তথ্য।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এনএসএর ম্যালওয়্যার সংক্রমণ ঘটাতে ফেইসবুক সার্ভারের ছদ্মবেশ ধারণের খবর প্রকাশ করেছে নতুন সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’। ইন্টারসেপ্ট প্রতিষ্ঠাতা গ্লেন গ্রিনওয়াল্ড সাবেক গার্ডিয়ান কর্মী। স্নোডেনের ফাঁস করা নথিপত্রগুলো সর্বপ্রথম প্রকাশ করেছিলেন ওই গ্রিনওয়াল্ডই।
‘টারবাইন’ নামে একটি প্রোগ্রামের অংশ হিসেবে ওই ম্যালওয়্যার সংক্রমণের ঘটনা ঘটায় এনএসএ। টারবাইন প্রোগামের একটা অংশ ছিল অপারেশান কোয়ান্টামহ্যান্ড। ২০১০ সালে অপাশেন কোয়ান্টামহ্যান্ডের অংশ হিসেবে বিশ্বব্যাপী প্রায় এক লাখ কম্পিউটারে ম্যালওয়্যার সংক্রমণ ঘটিয়ে ডেটা চুরি করেছে এনএসএর সাইবার গোয়েন্দারা।
ম্যালওয়্যার সংক্রমণের জন্য ব্যবহারকারীদের আলাদাভাবে ‘টার্গেট’ করতো এনএসএ। ওই ব্যবহারকারী সোশাল মিডিয়া ফেইসবুকে লগইন করার চেষ্টা করলে ‘ম্যালিশিয়াস ডেটা প্যাকেজ’ পাঠানো হতো যা ফেইসবুকের আসল সার্ভার থেকে পাঠানো হচ্ছে বলে ব্যবহারকারীর কম্পিউটার বিভ্রান্ত হতো।
এরপর ব্যবহারকারীরর হার্ডড্রাইভ হ্যাক করে ডেটা চুরি করে নিত এনএসএ।
তবে ইন্টারসেপ্টে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ফেইসবুক কর্তৃপক্ষ। ওই প্রতিবেদনে প্রকাশিত অভিযোগের সত্যতা নিশ্চিত করার মতো কোনো প্রমাণ তাদের হাতে নেই বলে দাবি করেছেন ফেইসবুক মুখপাত্র জে ন্যানক্যারো। এইচটিটিপিএস সংযোগের ক্ষেত্রে ইন্টারসেপ্টে উল্লেখিত পদ্ধতি কাজ করে না বলে দাবি তার। তবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে অনুপ্রবেশের সুযোগ থাকলে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো চাইলেই এইচটিটিপি নেটওয়ার্ক নেতিবাচক কাজে ব্যবহার করতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।