এশিয়ান গেমস বাছাই পর্ব হকিতে বাংলাদেশ আজ মাঠে নামছে। বিকাল ৪টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে এ ম্যাচে চয়নদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে হংকং। সাসপেন্ডের কারণে জিমিসহ চার নির্ভরযোগ্য তারকার আসরে খেলার সুযোগ না পেলেও আজকের ম্যাচে বাংলাদেশ অবশ্যই ফেবারিট। অধিনায়ক চয়নও আশা প্রকাশ করছেন হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়েই যাত্রা করবে বাংলাদেশ। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ হচ্ছে সিঙ্গাপুর ও ইরান।
দুই গ্রুপে আট দলের মধ্যে শীর্ষে থাকা ছয়টি দলই এশিয়ান গেমসে সুযোগ পাবে। সে ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার টিকিট নিশ্চিতই বলা যায়। চয়নের লক্ষ্যে চ্যাম্পিয়ন হয়েই গেমসে যাওয়া। এক্ষেত্রে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ওমানই। এক সময়ে ওমান পাত্তা না পেলেও হকিতে এখন তারা বেশ উন্নয়ন ঘটিয়েছে।
তবে কাল উদ্বোধনী ম্যাচে ওমানের শুরুটা ভালো হয়নি। অপেক্ষাকৃত দুর্বল দল চাইনিজ তাইপে মাত্র ১-০ গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ওয়াসিম মুসা গোল করে ওমানকে জয়ের মুখ দেখান। দিনের আরেক ম্যাচে কাতার ও শ্রীলঙ্কা ১-১ গোলে ড্র করে। আন্তর্জাতিকর্ টুনামেন্ট হলেও স্টেডিয়ামের গ্যালারি ছিল প্রায় ফাঁকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টুর্নামেন্ট উদ্বোধন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।