আমাদের কথা খুঁজে নিন

   

“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-১৩] :: sql*plus দিয়ে একাধিক টেবিল তৈরি করা,CREATE TABLE(ভিডিও টিউটোরিয়াল সহ)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম । ওরাকল ও ডেভেলপার ইঞ্জিনিয়ার ফ্রি র্কোসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মো.রহিম উদ্দিন সোহাগ । সবাই আশা করি ভাল আছেন
১ম পর্ব   http://www.techtunes.com.bd/oracle/tune-id/258666
২য় পর্ব     http://www.techtunes.com.bd/oracle/tune-id/259363
আপনাদের একটি সুখব দিতে চাচ্ছি যারা ভবিষৎতে ওরাকল ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করছেন তারা দেরি না করে এখন থেকে ভাল ভাবে শিখার চেষ্টা করুন কারণ ওরাকল দিয়ে একটি প্রজেক্ট করতে অনেক ব্যয় বহুল খরচ লাগত এতে সকল প্রতিষ্ঠানের পক্ষে সফটও্য়্যার তৈরি করা সম্ভব হয় না । আর ওরাকল কর্পোরেশন চায় যে সবাই যেন তাদের ডেটার নিরাপত্তা বিধান করতে,তাই তার নতুন যে ভাসর্ন নিয়ে কাজ করছে তা হল ORACLE 12C (CLOUD) ক্লাউড কম্পি্উটিং আর ক্লাউড কম্পিউটিং হল এমন একটি ব্যবস্থা যেখানে আধুনিক বাণিজ্যিক বিশ্ব বৃহৎ ডেটার ধারণ ক্ষমতা কম্পিউটার গুলোর মধ্যে ডেটার শেয়ার করে কম খরচে কাজ সর্ম্পন্ন করা যায় । ক্লাউড কম্পিউটিং মেঘের মত ছড়িয়ে থাকে ,এতে যে কোন প্রতিষ্ঠান কয়েক লক্ষ টাকা দিয়ে সফটওয়্যার তৈরি করতে পারবে আর এই জন্য আপনাকে কাজে দক্ষ হতে হবে ।

বাংলাদেশে এই সেক্টর টা খালি পড়ে আছে । নিচের ভিডিও টা ডাউনলোড করে দেখেন আরো অনেক কিছু জানতে পারবেন

ল‌্যারি ইলিসন (Larry Ellison) সাক্ষ্যতটা ডাউনলোড করে নিতে পারেন

sql*plus চর্চ্চা করার জন্য এটি ডাউনলোড করতে পারেন

আমি প্র্যাকটিস এর জন্য গামের্ন্ট ম্যানেজমন্টে উপর সফটওয়্যার তৈরি করতেছি  । আপনারও আমার সাথে সাথে প্র্যাকটিস করেন আমি এই টেবিল গুলো তৈরি করেছি
প্রথমে ওরাকল লগ অন করুন তারপর ।  

টেবিল গুলো তৈরি করুন ,আমি আপনাদের কে ১টা প্রজেক্ট শেয়ার করব
আমার শরীর খুবই খারাপ এই অবস্থায় বসে গেলাম কারণ আপনার আমার টিউনের জন্য অপেক্ষা করছেন  । এই অবস্থায় তেমন কিছু শেয়ার করতে পারলাম না তাই দু:খিত ,আমার জন্য দোয়া করবেন ।


এখানেই শেষ করছি কোথা্ও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন ,ভুল করলে ক্ষমা করবেন
ফেজবুক : FACEBOOK
ইমেইল : RAHIMUDDIN2012@GMAIL.COM
আল্লাহ হাফেজ

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.