এই চৈত্রে মিত্র হয়েছিলো, সমস্ত রাত্রে
পাটিগণিতের সূত্রে
এই রাজপূত্রে দিয়েছিলে সুরার পাত্র।
একটি মাত্র গোলাপ দিয়েছিলে, গাত্র জুড়ে
যত্রতত্র তাই রমণের মুত্র সয়লাব হয়েছিলো।
চৈত্র আসা মাত্র তুমি অতিমাত্রায় পাত্রি সাজো
আমি ছাত্র হয়ে যাই, তোমার এক ছত্র পাঠ নিতে,
বৃক্ষের পত্ররা ঝরে পড়ে,
ক্ষুধিত নেত্রে জল ঝরে
আমি দহনে পুড়ে পুড়ে সুরের ছত্রছায়ায় হারাই
তুমি তখন সবেমাত্র অভিবাদন দিতে
আমার প্রেমের গো্ত্র খোঁজো__
এই চৈত্রে মিত্র তুমি সূত্র মানো
আমার বুকের মধ্যখানে একটু সুরার পাত্র আনো।
১৫.০৩.২০১৪
....................................
শুধু বলি, কাল থেকে ভালো করে ভালোবাসবো __
কালের শেষ নেই। ভালো করে ভালোবাসাও হয় না।
শুধু আজকের সময়টা যাক না
কাল থেকে তুখোর মনোযোগী হবো।
এভাবে অর্ধেক জীবন গেলো
আজও আমি ভীষণ অগোছোলো
....................................
গতিপথ বদলাবো এবার //
শাফিক আফতাব //
গতিপথ বদলে যাবে এবার __
শিল্পের, গল্পের ;
জীবনের প্লটের বিন্যাসে এবার নতুন স্বাদের মদ খাবো।
বেগানা নারীর মতোন হাঁটবো শহরের পথ __
এবার সুন্দর সতত পথ পরিহার করবো।
এবার গতিপথ বদলাবো আমি।
নারীরা আজ পাড়ভাঙা নদী মতোন হিংসুটে
পলির পরিবর্তে দেয় বিস্তীর্ণ বালুচর
মানুষ আর মানবতার উর্ধেব উঠে অতিমানবতার গান গায়
তারা আজ টেন্ডার বাগায়
তারা আজ প্রবুদ্ধির কথা বলে, তারা শিলিত পৃথিবীর কথা বলে
অথচ তাদের প্রশ্বাসে দুষিত বাতাস
তারা চর চর করে ছুঁইছে আকাশ __
আমিও গতিপথ বদল করে খাদ্যে ভেজাল দেবো
গতিপথ বদলাবো এবার।
১৫.০৩.২০১৪
.......................
মানুষ রহস্য
শাফিক আফতাব //
মানুষ তো স্বর্গেই ছিলো
ভুলের জন্য ভূবনে এসেছে
তাই মানুষের এত ভুল
তাই কি মানুষ ভুল করে ?
ভুলের পৃথিবীতে আমরা তবু ভুলে যাই দায় দায়িত্ব
ভুলের পৃথিবীতে বোধে স্বার্থে ভাষায় ভেদ করে ভীষণা হই
ভালোবাসার ছলে লুটে নিই পবিত্র নারীর সতীত্ব
শিক্ষার কত প্রসার, তবু মানুষ শুদ্ধ হয় কই।
শুদ্ধ মানুষ জন্মে পৃথিবীতে
শুদ্ধ হয়ে মরে কই
হারাম, প্রেম, কাম, আর স্বার্থের বেড়াজালে বন্দি সবাই
কতদিন আর মানুষ বাচেঁ দুধেভাতে।
মানুষের চোখে দেখি বানরের চোখ
কুটকৌশলে ছলে বলে বড়লোক হলো কত লোক।
১৫.০৩.২০১৪
............................।
পুরাঘটিত অতীত //
শাফিক আফতাব //
সে আমাকে মন দিয়েছিলো
মনের সাথে একটি ফুল দিয়েছিলো
ফুলের সাথে সুবাস দিয়েছিলো
তারপর সে নিবিড় হয়েছিলো।
আমিও তাকে মন দিয়েছিলাম
মনের সাথে পণ দিয়েছিলাম
পণের সাথে গান দিয়েছিলাম
তারপর আমি নিবিড় হয়েছিলাম।
দুজনার মন আজ বুড়িয়ে গেছে
ঝরাপাতাদের ঝরে ঝরে গেছে
মরে সরে গেছে ভালোবাসার মন
বহেনা আর দখিনা পবন।
সে আমাকে কাছে ডেকেছিলো
আমিও তার নিবিড় হয়েছিলাম।
১৫.০৩.২০১৪
............................................।
মানুষ মরে, চেতনা মরেনা
কাম মরে, প্রেম মরেনা।
চেতনা তাই ঐতিহ্য হয়,
প্রেম তাই মহিয়ান হয়।
প্রেমের মরা তাই জলে ডোবেনা
চেতনারা হয় গাণের ব্যঞ্জনা।
তুমি ভালোবেসে সঁপে দাও মন
আমি ভালোবেসে করি শুধু রমণ।
আমি তাই হলাম কামের প্রতিভূ
প্রেমিক হলাম না কভূ।
.................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।