কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল উদ্ধার অভিযান ও আবাসন সংকট নিরসনের দাবিতে মহাসমাবেশে করছেন। হল পুনরুদ্ধারের দাবিতে মঙ্গলবার সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে পরিষদের আহ্বায়ক ও জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।
এসময় পরিষদের সদস্য সচিব ও জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান শরিফুল ইসলাম। তিনি আরও বলেন, অবিলম্বে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে, ক্যাম্পাসে লাগাতার ছাত্র ধর্মঘট চলবে।
এই আন্দোলনে শিক্ষকদের থাকার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের সন্ত্রাসী আচরণের কারণে শিক্ষক সমিতি ছাত্র মহাসমাবেশ বর্জন করেছে। জবি ছাত্রলীগের নেতৃত্বে সমাবেশে প্রায় দেড় হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।