দুদকের মামলায় গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা, দাউদকান্দি ও মেঘনা উপজেলা জাসাস। জাসাস নেতারা বিবৃতিতে বলেন, সরকার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। ড. মোশাররফ সেই ষড়যন্ত্রেরই শিকার। সরকারের লুটপাট-দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতেই দুদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জাসাস নেতারা অবিলম্বে ড. মোশাররফের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন। নতুবা জনগণকে সঙ্গে নিয়ে কঠোর দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিদাতারা হচ্ছেন_ কুমিল্লা (উ.) জেলা জাসাসের সভাপতি আরিফ মাহামুদ, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম সাইমুম, সহসভাপতি অধ্যাপক মতিন সৈকত, অ্যাডভোকেট নাজমুল হুদা, নুরুল আমীন মীর ও রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।