কতোটা কাঁদলে হৃদয়ে বসন্ত নামে,
কতো ফোঁটা চোখের জল জমালে পরে-
শোক বিষণ্ণ হয়।
আর্তচিৎকারে আর্তচিৎকারে কতবার মূর্ছা গেলে,
লাশ হয়ে যাওয়া প্রিয়জন আবার ফিরে আসে।
তোমার দোরে-
কতো মানুষ অস্থির পায়চারী করলে তবে সান্ত্বনা পাবে;
হারাবার ক্ষতে কতোটা ভালবাসা ঢাললে
ওই চোখ আবার হাসবে,
কণ্ঠ গাইবে জীবনের গান।
আজ তোমার বেদনার দিন,
আর আমার প্রশ্নের কষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।