আমাদের কথা খুঁজে নিন

   

৯/১১ ছকে ভারতে হামলা করতে চেয়েছিল নিখোঁজ বিমানটি!

৯/১১-এর ধাঁচে ভারতের মাটিতে হামলার জন্য সম্ভবত ব্যবহার করা হচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানকে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রাক্তন মার্কিন সহ-বিদেশসচিব স্ট্রোব ট্যালবট। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো।

প্রাক্তন মার্কিন সহ-বিদেশসচিব স্ট্রোব ট্যালবট আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, নিখোঁজ বিমানটিকে ভারতের মাটিতে নাশকতা হামলার জন্য ব্যবহার করার ছক কষা হয়েছিল। ঠিক যেমনটা হয়েছিল ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে।

তিনি টুইটারে লিখেছেন, বিমানের গতিপথ, জ্বালানি ও দূরত্ব বিচার করে মনে হচ্ছে ভারতের কোনও শহরে হামলার জন্যই বিমানটিকে হাইজ্যাক করা হয়েছিল।

তবে ট্যালবটের এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার এক শীর্ষ অফিসার জানান, কোনও বিমান দেশের আকাশসীমার মধ্যে বেআইনিভাবে ঢুকে পড়লে তা সঙ্গে সঙ্গে অত্যাধুনিক নজরদারি রেডারে ধরা পড়ত। দেশের উত্তর-পূর্ব ও পশ্চিম প্রান্তে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।

তিনি আরও জানান, ভারতের মূল ভূখণ্ড তো দূর, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের কাছেও আসতেত পারত না বিমানটি। বস্তুত, আন্দামানে বিমান বাহিনী বেস রয়েছে।

বায়ুসেনার প্রাক্তন প্রধান পিভি নায়েকও এই আশঙ্কাকে একেবারে অমূলক বলেন। তার মতে, কোনও বিমান যখন ৩৫ হাজার ফুট উচ্চতা দিয়ে যাচ্ছে, তখন তা রেডারে ধরা পড়তে বাধ্য।

এদিকে, নিখোঁজ বিমানের জন্য এখনও জোরকদমে তল্লাশি চলছে। ২৫টি দেশের মিলিত অপারেশনে যোগ দিয়েছে বাংলাদেশও। তবে এখনও মালয়েশিয়ার বিমানটির কোনও হদিশ মেলেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।