আমাদের কথা খুঁজে নিন

   

"ডাব কমিটি"

অনেকদিন পর এলাকায় (গ্রামের বাড়ি) গেলাম! রাতের গভীরতায় আবেগ ভারি হয়ে গেলো, যখন বাস বিশ্ব রোড ছেড়ে এলাকার চেনা পরিচিত পথে ঢুকলো... রাত ১২.৩০ মিনিটে গিয়ে বাসায় উঠলাম। বাবা: এতো রাতে রওনা না দিলেও পারতিস! রাত করে রওনা দেয়ার অভ্যাসটা বদলা! মাথা নিচু করে চলে গেলাম, উত্তর করার সাহস পেলাম নাহ্! কারন প্রতিবারই এমনটা শুনতে হয়! আর আগামীতেও শুনতে হবে! রাতের ভ্রমন যে আমাকে খুব টানে! খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো এলাকার কয়েকটা ছোট ভাইয়ের চিল্লাচিল্লিতে! মেজাজটা সামান্য খারাপ হওয়ার কথা! কিন্তু অনেকদিন পর এমনটা শুনায় নিজেকে সামলে নিলাম! ঘুম থেকে উঠে ওদের চিল্লানোর কারন দেখতে গেলাম! আমাকে দেখেই ২ জন আরো জোরে চিল্লানো শুরু করলো! আনন্দের চিল্লানি! অনেকদিন পর এসেছি তাই বুঝি চিল্লাচ্ছে! কিন্তু এ কি! বাকি ২ জনের মুখ কালো হয়ে গেলো কেন! আমাকে দেখে ওদের মুখ কালো করারতো কোন কারন এ দেখছি না! নেতা মার্কা কয়েকটা সালাম পেলাম...সালামের উত্তর দিয়ে চলে এলাম ওখান থেকে। নাশতা করা শেষ, ঠিক এমন সময় ডাক পেলাম, ভাই বের হবেন! আসছি দাড়া। বের হলাম এক ছোট ভাইয়ের ডাকে..... ওর হাতে মিষ্টি! ভাই নেন আপনের লাইগা মিষ্টি আনছি! অবাক হয়ে মিষ্টি হাতে নিলাম....মিষ্টির কারন জিজ্ঞেস করলাম! পরে কমু ভাই , এখন যাই...বলে চলে গেলো! সন্ধায়, সকালে আমাকে দেখে কালো মুখ করা ২ জনের ১জন এর সাথে দেখা। কিরে ফরহাদ কি অবস্থা! ভালা না ভাই! কেন! আপনের লইগা! :০ কেন আমি কি করলাম! আপনেরে আইতে কইলো কে ! হুট কইরা! কেন রে ভাই আমি আইসা তোর কি ক্ষতি করলাম! আপনে আইবেন জানলেতো আমি আর ওগো লগে বেট(চ্যালেঞ্জ) ধরি না! ৪০০টাকার বেট! আপনে সকালে আইলেন না দেইখা ভাবলাম আপনে বুঝি আর আইবেন না! তাই পলাশ ভাই আর পাপ্পু ভাইয়ের লগে বেট ধরছি যে আপনে আইবেন না! কিন্তু সকালে উইঠা আমি কি দেখলাম! আপনে হাজির! আমারে নিয়া বেট! কি আজব! আর কিছু পাইলি না বেট ধরার! সব কিছু নিয়ে বেট ধরা শেষ! ওইদিন বাংলাদেশ নিয়া ধরছিলাম! তাও হারছি! ভাগ্যটা এ খারাপ! হুম! তা সকালে এর জন্যই কি পলাশ মিষ্টি খাওয়াইলো! আরে নাহ্! ওইটাতো "মিষ্টি কমিটির" পক্ষ থেকে খাওয়াইছে! মিষ্টি কমিটি!! এইটা আবার কি! এই ধরেন, এলাকার মসজিদে যদি কেউ বিয়া পড়ায়! অথবা মিলাদ পড়ায়! তাইলে এই কমিটির কাম হইলো সব পোলাপানরে খবরটা দেয়া আর সবাই মিল্লা মিলাদের শেষে গিয়া উপস্থিত হই! মজার বেপারতো! হো মজার! আর ওই কমিটির সভাপতি নির্বাচিত হইছে পলাশ ভাই! তাই মিষ্টি খাওয়াইছে। আর তুই কোন পদে আছিস! প্রচার সম্পাদক! এই পদের কাজ কি! এই ধরেন যদি কেউ মিষ্টি নিয়া মসজিদের দিকে যায়! সাথে সাথে সভাপতিরে জানানো! হাসতে হাসতে বললাম, আর কি কমিটি আছে রে এলাকায়! "ডাব কমিটি"! :০ এইটার কাজ কি! এলাকায় কারো গাছে ডাব ধরলে তার রক্ষনা বেক্ষন করা! ওহ্ তাহলেতো ভালোই! এলাকার জন্য বড়ই কাজের একটা কমিটি! মন্টু চোরার হাত থেকে সবার গাছের ডাবগুলো রক্ষা পেলো! :০ মন্টু ভাই! উনি এতো আমাগো এই কমিটির সভাপতি! ভেবাছেকা খেয়ে গেলাম!....কি কস! ও সভাপতি! তাহলে ডাব রক্ষা করস কার কাছ থেকে! মন্টুতো নিজেই ডাব চুরি করে! আরে এখন আর চুরি করে না! ওহ্ ভালো হয়ে গেছে নাকি! আরে নাহ্! এখন উনি চুরি করায়! কমিটির অন্যান্য সদস্যের হাতে চুরি করায় আর নিজে বইসা বইসা খায়! আর চুরি ধরা খাইলে মন্টু ভাই বিচার করে! বেস! খালাস........ :পি :০ বাহ্ ওর দেখি পদের উন্নতি হইছে! এখন চুরি ছাইড়া ডাকাইতি ধরছে! হো ....... ভাই আমি এখন যাই , ডাব কমিটির বৈঠক আছে! কমিটির আজ নতুন পরিকল্পনা আছে। পারলে আইসেন। অবাক আর দু:খ নিয়ে...নিজের একমাত্র গাছটার দিকে তাকালাম...ডাব গুলো বড় হচ্ছে! কে জানে আজকের বৈঠকের পরিকল্পনায় আমার গাছটা টার্গেটে পড়ে কিনা! (বি:দ্র: এই ডাব কমিটির সাথে আমাদের সমাজের প্রায় কমিটিগুলোর মিল রয়েছে!)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।