আমাদের কথা খুঁজে নিন

   

বড় ব্যবধানে জিততে চান মুশফিক

উইকেটে সবুজ ঘাস। আউট ফিল্ড আর উইকেট সবুজে মিশে একাকার। খুঁটি গেড়ে সীমারেখা না টানলে উইকেট চেনা দায়! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এমন 'সবুজ' উইকেট দেখে অাঁতকে উঠলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। মিরপুরে সফল স্পিনারদের জন্য সাগরিকার উইকেট চ্যালেঞ্জই ছুঁড়ে দিবে! তবে ঘাস থাকলে সুবিধা পাবেন পেসাররা। তাহলে সাকিব-রাজ্জাকরা? যে কোনো উইকেটে সফল হওয়ার দৃষ্টান্ত স্থাপন করার যোগ্যতা আছে বাংলাদেশের স্পিন আক্রমণে অগ্রপথিকদের।

অন্তুত টাইগার দলপতি মুশফিকুর রহিমের দৃঢ় বিশ্বাস এমনটাই।

এ এমন এক পরীক্ষা, যার আগে বই পড়ার সুযোগ ছিল না টাইগারদের। সত্যি বলতে বই কোথায়! যে কয়েকটা পুস্তক আর ছোটখাট নোট রয়েছে, তাতেই সারতে হলো পরীক্ষার প্রস্তুতি। প্রতিপক্ষ সম্পর্কে অগাধ জানলেই কেবল সঠিক অস্ত্র প্রয়োগ করা যায়। নেপালের বিপক্ষে সে সুযোগ কোথায় টাইগারদের! আন্তর্জাতিক ক্রিকেটে নেপালিদের অভিষেকই হয়েছে দুই দিন আগে! তারপরও বিশ্বকাপের বাছাই পর্ব এবং প্রস্তুতি ম্যাচগুলো দেখে একটা আবছা ধারণা নিতে হয়েছে মুশফিকদের।

দুয়েকটা ম্যাচ আর ধারণকৃত ভিডিও দেখে ধারণা নেওয়া নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে মুশফিকুর রহিম অবশ্য নিশ্চিন্ত। বরং এরচেয়ে বেশি কিছুই চান তিনি। সম্ভব হলে 'দশ উইকেটে জয়' চান টাইগার দলপতি। তবে জয়টা এক রানে হলেও তেমন কোনো ক্ষতি নেই বলে জানিয়েছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেট বলতে নেপালের অভিজ্ঞতার ঝুলিতে হংকং ম্যাচ।

যে ম্যাচে ৮০ রানের জয়ে এমনকি নেট রান রেটে নেপালিরা এগিয়ে গেছে বাংলাদেশের চেয়েও!

আফগানদের বিপক্ষে দারুণ এক জয়ে বাংলাদেশ খুঁজে পেয়েছে এগিয়ে চলার রাজপথ। অলিগলি ঘুরে রাজপথে উঠা বাংলাদেশের সামনে শিক্ষানবীস নেপালের প্রসঙ্গ তেমন একটা গুরুত্ব পাওয়ার কথা নয়। কিন্তু মুশফিক ভাবছেন উল্টো পথে। 'ম্যাচটা আমাদের কাছে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। আর টি-২০ ক্রিকেটে ছোটবড় বলে কোনো দল নেই।

সবাইকে সমান গুরুত্ব দিয়েই খেলতে হবে। ' সুপার টেন নিশ্চিত করার জন্য আজকের ম্যাচের গুরুত্ব অনেক। জয়ের কোনো বিকল্প নেই!

আফগানদের বিপক্ষে টাইগারদের বোলিং অনুশীলনটা দারুণ হয়েছে। শুরুটা পেস আক্রমণে, শেষটা স্পিনে। প্রথম বলে উইকেট নিয়ে যে বিন্দু স্থাপন করেছিলেন মাশরাফি বৃত্ত পূরণ করে সেই বিন্দুতেই ফিরেছিলেন সাকিব আল হাসান।

কিন্তু ব্যাটিংয়ে! ৭২ রানের ইনিংসে ব্যাটিং অনুশীলনটা মোটেই ভালো হওয়ার কথা নয়। সংক্ষিপ্ত এই ইনিংসে সে সুযোগ কোথায়! মুশফিক এবার জোর গলায় বললেন, 'আমরা যেমন উইকেট নিতে চাই তেমনি রানও করতে চাই। ' তবে কি আজ টস জিতলে ব্যাটিংটাই আগে সারতে চান টাইগার দলপতি! ব্যাট-বলের ব্যাপারটা ভাগ্যের হাতেই ছেড়ে দেওয়া যাক। গতিপথটা ঠিক থাকলেই হলো। মুশফিক অবশ্য জোর গলায় বলে দিয়েছেন, 'নিজেদের যোগ্যতার সীমানাকে ছাড়িয়ে যেতে চাই আমরা।

' সীমানা ছাড়িয়ে যাওয়ার এই মিশনে আজও দলের সঙ্গী হতে পারেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। 'তিনি আগের ম্যাচের পজিশনে থাকলে কালও (আজ) দলে থাকবেন। তার বিকল্প নেই আমাদের হাতে। '

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।