আমাদের কথা খুঁজে নিন

   

হে স্বাধীন বঙ্গমাতা


আঁধার গুছে উঠ ‘মা’ ফুসে
স্বস্বাধীন বঙ্গমাতা
আপন ঘরে সন্তানেরে
লড়তে দিসনে আর বৃথা ।
আঁধার গুছে উঠ ‘মা’ ফুসে
স্বস্বাধীন বঙ্গমাতা ।

মা’ তোর প্রিয় ভীরু সন্তান
কাদার ধা ধা’য় হচ্ছে যে ম্লান
মিথ্যা তলে দিশে হারা
আপন ভ্রমে লড়ছে ওরা লুটিয়ে মানবতা ।
আঁধার গুছে উঠ ‘মা’ ফুসে
স্বস্বাধীন বঙ্গমাতা ।

দল দল তুষা নীতির বিবশা
জন্মিয়েছে হিংসার যত নেশা
ক্ষমতার যশ ভোখের নাশা
তৃণ মুলে রচেছে ভ্রান্ত হেন প্রথা ।


আঁধার গুছে উঠ ‘মা’ ফুসে
স্বস্বাধীন বঙ্গমাতা ।

শক্ত ভাবে ওঠ মা ধমকাই
সন্ত্রাসে রত সন্তানেরে ধাবাই
দল নীতির নেতাতুষা রিত ধসাই
ধলে আয় মা হীনতার সব প্রথা ।
আঁধার গুছে উঠ ‘মা’ ফুসে
স্বস্বাধীন বঙ্গমাতা ।

স্বযশ লয়ে নেতা উঠোক ভাসি
পুর্ণতায় চলুক তারা দেশ ভালবাসী
আশীষ দিয়ে দিক্ষতায় মা সন্তারে গড়ি
মানুষ করো সুন্দর মানুষ ঝরিয়ে মমতা ।
আঁধার গুছে উঠ ‘মা’ ফুসে
স্বস্বাধীন বঙ্গমাতা ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।