আমাদের কথা খুঁজে নিন

   

Lynda.com Video Tutorial এর Subtitle দরকার? ১ সেকেন্ডেই নিয়ে নিন যে কোন ভিডিও টিউটোরিয়াল এর subtitle

আসসালামু আলাইকুম !!!!
আশা করি সবাই ভালো আছেন।
Lynda.com সম্পর্কে নতুন করে বলার কিছু নেই । আমরা হয়তো অনেকেই Lynda.com এর ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড দিয়ে থাকি । কিন্তু টিউটোরিয়াল এর সাথে English Subtitle সবসময় পাই না। এতে আমার মত অনেকেরই হয়তো ইংরেজী উচ্চারণ বুঝতে কষ্ট হয় ।


ইতোপুর্বে  "প্রবাসী"  ভাই Lynda.com এর অনেক টিউটোরিয়াল শেয়ার করেছেন । আমি ভাইকে অনুরোধ করেছিলাম টিউটোরিয়ালগুলির Subtitle শেয়ার করতে। কিন্তু তিনি বিভিন্ন ব্যাস্ততায় সময় দিতে পারেননি। তাই আমি ভাব্অলাম উনি তো অনেক কষ্ট করে টিউটোরিয়াল Upload করে শেয়ার করেন । বাকি এটুকু কষ্ট কি আমি করতে পারব না?
তারপর শুরু করলাম অভিযান ।

এক সপ্তাহ অভিযান শেষে অবশষে সফল হলাম । আমি ভাবছিলাম শুধু নির্দিষ্ট কিছু ভিডিও টিউটোরিয়াল এর English Subtitle খুজে ডাউনলোড দেব। কিন্তু পেলাম চাওয়ার চেয়েও বেশি। এই Method অবলম্বন করে Lynda.com এর যে কোন ভিডিও টিউটোরিয়াল এর English Subtitle ডাউনলোড দেয়া সম্ভব।
তাহলে কথা আর না বাড়িয়ে কাজের কথায় আসি ।


১। প্রথমে এই লিংকে যান - http://www.lyndasub.ir
২। যে কোর্স টির English Subtitle দরকার তার লিংক টি  হলুদ বক্সে Paste করুন । (যেমন-  http://www.lynda.com/WordPress-tutorials/WordPresscom-Essential-Training/141506-2.html, বি. দ্র. : সব লিংক   এর  গঠন এরুপ হবে, নতুবা হবে না। )
৩।

zip it! এ Click করুন ।
৪। Download এ Click করুন।
ব্যস কাজ শেষ ।
পুনরায় নতুন কোন কোর্স এর Video Tutorial এর সাবটাইটেল ডাউনলোড দিতে Try Another Link এ Click করুন।


সম্পুর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সহজ বিধায় Screen Shot দেবার প্রয়োজন মনে করছি না।
তারপরেও কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।
কেউ এই টিউন থেকে সামান্য উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব ।
দেখা হবে পরবর্তী টিউনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ !!!!!
ফেসবুকে আমি - http://www.facebook.com/shahidul2009


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।