বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।
রাজশাহীতে পুলিশের ওপর হামলা ও বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মিনুকে আজ কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ৯ মার্চ পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় তিনি জামিনে মুক্তি পান।
মিনুর আইনজীবী মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগর হাকিম-১ আদালতে হাজির হয়ে মিজানুর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর তাকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ২০১১ সালের ৪ জুন বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে ভুবনমোহন পার্ক থেকে দলের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায়। মিছিল থেকে ছোড়া গুলিতে বোয়ালিয়া মডেল থানার তত্কালীন ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। তাদের হামলায় আহত হন পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান।
এ ছাড়া মিছিলকারীরা সাহেববাজার এলাকায় ভাঙচুর চালায়।
তিনি জানান, এসব ঘটনায় বোয়ালিয়া থানায় ১১৯ জনের নাম উল্লেখ করে সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত শেষে চলতি গত ৪ ফেব্রুয়ারি রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ১৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।