আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে টি-টুয়েন্টি ঝড়

গোটা দেশ ভাসছে ক্রিকেট জোয়ারে। টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে গত ১৬ মার্চ। কিন্তু আরও আগ থেকেই ক্রিকেট উন্মাদনায় পরিলক্ষিত হচ্ছে সব জায়গায়। পিছিয়ে নেই ভাচর্্যুয়াল দুনিয়া। বাংলাদেশি টাইগারদের মাঠের লড়াইয়ে উজ্জীবিত গোটা অনলাইন।

বোলিং নৈপুণ্য আর বিগ শট তালুবন্দীর পর চার-ছয়ের মারে আনন্দে ভাসছে দেশের ভার্চ্যুয়াল আকাশ। সামাজিক যোগাযোগ স্ট্যাটাসে আসছে ক্রিকেটের ছোঁয়া। বিশেষ করে গত

রবিবার পড়ন্ত বিকেলে প্রথম ম্যাচেই ৭২ রানে আফগানিস্তানকে আটকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই শোরই উঠেছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে। হ্যাস ট্যাগ ব্যবহার ছাড়াও মাইক্রোব্লগ টুইটার টুইটে ছড়িয়ে পড়েছে 'ধরাশায়ী আফগান'।

টাইগার বন্দনায় পিছিয়ে নেই বাংলাদেশি সামাজিক নেটওয়ার্ক 'বেশতো'। এখানে বেশতুনে 'আজ জয় আমাদেরই' ছড়াচ্ছে জয়ের আগাম সুবাতাস।

একইভাবে ফেসবুকে 'হই হই রই রই, আফগানিস্তান গেল কই?'; বাঘের গর্জন শুনে তালেবানরা গুহায় পলাইছে.... বা হ কি ম চ ৎ কা র...; বিশ ওভারও ব্যাট করতে পারেন না আবার এসেছেন টি-২০ খেলতে!! যত্তসব কিংবা 'চার ছক্কা হই হই, দশ জন বিশ্বমানের ব্যাটসম্যান গেল কই?' স্ট্যাটাটাস দেওয়ার পাশাপাশি বাঘের গর্জনের ছবি আপলোড করছেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা। এ ছাড়াও স্কোর বোর্ড এবং সাকিব-তামিমদের ছবিও জুড়ে দেওয়া হচ্ছে ফেসবুক স্ট্যাটাসে। স্টেডিয়ামে বসেও নিজেদের ছবি দিয়ে ফেসবুকিং করছেন অনেকে।

বাদ যাচ্ছে না তীর্যক স্ট্যাটাসও। আক্ষেপের সুরে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন- 'ইশশ একটুর জন্য ৭১ রানে ক্লোজড করে দিতে পারলে জমতো...u know why, 71, একে তো মাস টা মার্চ... তার উপরে ৭১-এ থামিয়ে দিয়েছি, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে রে ভাইই। '

উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি কেউ কেউ আবার সমবেদনা প্রকাশ করছেন 'শিট! স্ট্যাম্পের বেল মুশির চোখে লাগছে' স্ট্যাটাস দিয়ে। এ ছাড়া মাঠ এবং টিভির বাইরে দেশের দামালদের খেলা দেখতে সেলফোন থেকেই http:// www.cricvid.com ঠিকানা ভিজিট করে লাইভ খেলা দেখছেন কর্মব্যস্ত মানুষ।

অপরদিকে কাজের ব্যস্ততার কারণে স্টেডিয়ামে গিয়ে কিংবা ঘরে বসে যাদের পক্ষে খেলা দেখা সম্ভব নয় তাদের জন্য ক্রিকেটপ্রেমীদের জন্য গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডিভাইসে সার্চ অ্যাপের নতুন একটি সংস্করণ উন্মুক্ত করেছে।

নতুন সংস্করণে গুগল সার্চের মাধ্যমে লাইভ স্কোর আপডেট দেখাচ্ছে। অ্যাপটির সাহায্যে বল-বাই-বল স্কোর দেখা যাবে। সব মিলিয়ে পিছিয়ে নেই অনলাইন দুনিয়া। এক কথায় ব্যাট বলের সর্বশেষ যুদ্ধ আপলোড হয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে।

বোদ্ধারা এ বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তাদের ধারণা এ ধারা অব্যাহত থাকলে ক্রিকেট সাম্রাজ্য আরো বিস্তৃত হবে এদেশে। * ইনফোটেক ডেস্ক

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।