৩ পরিবহন শ্রমিকের মুক্তির দাবীতে পাবনায় আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
টাঙ্গাইলের কালিহাতি থানা পুলিশ ৫ দিনের রিমান্ড শেষে আজ আটকৃতদের জেল হাজতে প্রেরন করেছেন।
পাবনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়েনের সভাপতি ফিরোজ হোসেন জানান, গত শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী কাব্য পরিবহনের যাত্রী জনৈক গরু ব্যপারীর ৮ লক্ষ টাকা খোয়া যায়। পরে ওই যাত্রী টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় এ ব্যাপারে অভিযোগ করেন। কালহাতি থানা পুলিশ বিষয়টি সিরাজগঞ্জের শাহজাদপুর থানাকে অবহিত করলে পুলিশ গাড়িটি ওই এলাকায় পৌছালে আটক করে গাড়ির চালক রেজাউল করিম, সুপারভাইজার আব্দুল মমিন ও সহকারী শাহিনকে গাড়িসহ আটক করে কালিহাতি থানায় সোপর্দ করেন।
পরে কালিহাতি থানা পুলিশ আটককৃতদের ৫ দিনের রিমান্ড শেষে আজ দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করেন।
এ ঘটনার প্রতিবাদে এবং আটককৃত পরিবহন শ্রমিকদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবীতে এ পাবনা জেলায় আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।