আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়।
ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থ
প্রাইভেট ইউনিভারসিটি পড়ুয়া কিছু ছাত্রের কাছে জানতে চাইলাম
"বলতো মারচেন্ডাইজিং কি? এখানে কি করে? এই পেশার মানুষদের জীবনটা কেমন?"
প্রথমজন উত্তর দিলো........
"মারচেন্ডাইজিং হচ্ছে কাপড় কেটে সেলাই করা !!!!!!!"
খুবই অবাক করে দেয়ার মত। একজন বলল “কি আর করবে কাপড় নিয়ে কাজ করবে। কাটাকাটি আর সেলাই! এছাড়া কিছু করার আছে নাকি?আর জীবন সম্পর্কে I don’t know!” আর একজন বলল "এ সম্পর্কে আমি কিছু জানি না” এই ধরনের কথা নতুন নয়।
মানুষের কাছে এর সম্পর্কে বিষদ কোনও ধারণা না ছিল আর না আছে।
তার মানে আসলে মারচেন্ডাইজিং কি?কাপড় সেলাই ? কাপড় বানানো?অথবা গার্মেন্টস এ কাজ করা? হ্যাঁ, অবশ্যই গার্মেন্টস এ কাজ করা। কিন্তু এই কাজটা কোনও অংশেই ফেলনা নয়। বর্তমানে আমাদের দেশে অনেক ছেলে মেয়েদের পোশাক শিল্পের প্রতি তেমন কোন আগ্রহ নেই। কারণ খুবই সোজা আমরাই দায়ী ! আমরাই আমাদের এত বড় সেক্টরকে মানুষের সামনে তুচ্ছ করে ফেলছি।
বাংলাদেশ এর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গার্মেন্টস ও মারচেন্ডাইজাররা বড় একটি ভূমিকা পালন করছে। যা আমাদের সংবাদ মাধ্যম ও আমাদের দেশের মানুষ কখনই অনুভব করতে পারছে না। এটি খুবই দুঃখজনক। বিশ্বের মধ্যে বাংলাদেশ অনেকগুলো কারণে দৃষ্টি কাড়ে। এ গুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গার্মেন্টস,ক্রিকেট,সুন্দরবন,রয়েল বেঙ্গল টাইগার এবং আরও অনেক কিছু।
তবে এ সব কিছুর মধ্যে বর্তমানে গার্মেন্টস এর জন্যে বাংলাদেশ খুবই জনপ্রিয় ও সুপরিচিত । বাংলাদেশ এই কাজের ক্ষেত্রে অনেক পারদর্শী। আমাদের কাজের মান অনেক ভালো। অন্যান্য দেশ যখন গার্মেন্টস এর জন্যে আমাদের এত সম্মান করে থাকে সেখানে আমাদের দেশের মানুষের কোন সম্মান সূচক ধারণা নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।