চুম্বক অংশঃ "নতুন একটা দেশ নিয়ে আমার মনে যে শুধু অনেক কৌতুহল তাই নয়। পাশাপাশি রয়েছে নিজেকে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে খাপ খাওয়ানোর ভাবনা। তাই এক কথায় বলতে গেলে আমি জার্মানিকে দেখতে চাই বাংলাদেশে বসেই। জার্মানির সবটা না আসলে, আমি জানতে চাই ওখানে কতটুকু আছে বাংলাদেশ। আমি জার্মানি যাচ্ছি আমার স্বামীর কাছে।
কখনো কখনো সে আমার জানালা যে জানালায় আমি জার্মানিকে দেখি। কখনো কখনো আবার আয়না যেখানে দেখি আমার দেশকে। একবাক্যে বলতে গেলে, জার্মানি সম্পর্কে আমি যতটা না অন্য কোথাও থেকে জেনেছি, তার চেয়ে বেশি দেখেছি আমি আমার জানালায়।
জার্মানির কথা নয়, আমি বলতে যাচ্ছি ওখানকার বাংলাদেশ চর্চার কথা। জার্মানির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা প্রায়ই মিলিত হয় বিভিন্ন উৎসবে।
সাধারনত গেট টুগেদার পার্টি ছাড়াও বিভিন্ন জাতীয় দিবস, ঈদ, পহেলা বৈশাখের মত অনুষ্ঠানগুলো সেখানকার বাংলাদেশি কমিউনিটির সবাই মিলে উদযাপন করে। কিছুদিন আগেও জানতে পারলাম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুব জাঁকজমক করে পালিত হয়েছে গোটিঙ্গেন শহরে। শুধু যে বাঙালিরাই উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে তা কিন্তু নয়, জার্মানি ছাড়াও আরও অনেক দেশের মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল সেই অনুষ্ঠানে। এখানে বাংলাদেশে বসে সেই অনুষ্ঠানের ছবি দেখছিলাম আর মনে হচ্ছিল, না বাঙালি যেমন কখনো বাঙ্গালিত্ব ভোলে না, তদ্রুপ কোথাও গিয়ে হারায় না নিজেদের আচার সংস্কৃতিও।
শুধু ২১শে ফেব্রুয়ারী না, সব বিশেষ দিবসেই থাকে জার্মানিতে অবস্থানরত বাঙালিদের বিশেষ আয়োজন।
গত বছর পহেলা বৈশাখে হ্যানোভার শহর হয়ে উঠেছিল এক টুকরো রঙিন বাংলাদেশ। মেয়েরা লাল পেড়ে শাদা শাড়ি আর ছেলেরা বাহারি পাঞ্জাবি পরে। পান্তা-ইলিশ, নানা প্রকার ভর্তা, আড্ডা-গান সব মিলিয়ে পরিপূর্ণ দেশিয় আমেজে বর্ষবরণ। শত ব্যস্ততার মাঝেও যে বাঙালিরা এ জাতির স্বাতন্ত্রবোধ ভুলে যায়নি।
বরং নিজেরা ধারন করেছে এবং অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছে, দেশ ছেড়ে বিদেশে বসে এর চেয়ে অসাধারণ কাজ আর কী হতে পারে।
বাংলাদেশে বসে থেকেও যেন আমি দেখতে পাচ্ছি সুদূর ইউরোপে দ্যূতি ছড়াচ্ছে আমার সোনার বাংলা। "
আরও পড়তে চাইলেঃ http://bsaagweb.de/bsaag-magazine-march-2014/
উপরের লিঙ্কে দেখতে না পারলে: http://goo.gl/84PPE
-----------------------------------------------------------------------
------------ ------------ ------------ ------------
সকল নারীর প্রতি সম্মানার্থে আমরা এবারের ম্যাগাজিন জার্মান প্রবাসে সাজিয়েছি শুধুমাত্র নারীদের লেখা দিয়ে। জার্মানিতে অবস্থানরত নারীদের মধ্যে অনেকেই বহু বছর যাবৎ জার্মানিতে অবস্থান করছেন, নিজ নিজ ক্ষেত্রে কাজের মাধ্যমে সুনাম অর্জন করেছেন আবার কেউ বা সদ্য পাড়ি জমিয়েছেন। কিন্তু বিসাগের প্ল্যাটফর্মে তাঁদের পদচারণা তুলনামুলকভাবে অনেক ক্ষীণ। তাই আমাদের চেষ্টা তাঁদের চোখ দিয়ে আরেকবার জার্মানিকে আপনার কাছে তুলে ধরা।
জার্মান প্রবাসে – নারী দিবস বিশেষ সংখ্যা – মার্চ, ২০১৪
#এখানে ক্লিক করে পড়ুন "জার্মান প্রবাসে" – নারী দিবস বিশেষ সংখ্যা – মার্চ, ২০১৪!
#ফেসবুকে আমরা - জার্মান প্রবাসে
একটু পড়ে যদি রিভিউ দেন তাহলে অশেষ উপকার হয়। আর কি কি যোগ করা যায় তাও জানাতে পারেন আমাদের। আপনার একটা চাওয়া, একটা মন্তব্য অথবা আপনার কোন অভিজ্ঞতা ভাগ করুন না আমাদের সাথে! চটজলদি লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবাই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।